শুরুর শুরুটা এখানে নয়। আনকোরা নিউজ় পোর্🐼টালকে জনপ্রিয় করে তোলায় অবদান রাখার চেষ্টা করেছি আগেও। তবে হিন্দুস্তান টাইমস বাংলার থেকে নতুন করে শিখেছি অনেক ক🔜িছু। প্রযুক্তিকে ব্যবহার করে কী ভাবে প্রতিবেদনকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে যেতে হয় তার অনেকখানি পাঠ এখানেই।
বাংলা ডিজ়িটাল সাংবাদিকতার সাবালক হয়ে ওঠা এখনও বাকি। নানা বাধা পেরিয়ে সেই পথে হিন্দুস্তান টাইমস বাংলাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেꦐছেন সংস্থার প্রত্যেক কর্মী। তবে শুরুতে বহর ছিল সীমিত। হাতে গোনা জনা পাঁচেক সাংবাদিক নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা।✤ যা দেখতে দেখতে পূর্ণ করল পাঁচটা বছর। এই যাত্রায় প্রায় প্রতি বছরই বেড়েছে দলের সদস্যসংখ্যা। নতুন নতুন বিভাগ তুলে দেওয়ার চেষ্টা হয়েছে পাঠকের পাতে। তার অধিকাংশই তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা। সেই সাফল্যই আরও মনোযোগী হতে প্রাণিত করেছে আমাদের।
শুধু সাংবাদিকদের কথা বললে ভুল হবে, দিল্লির সদর দফতরে থাকা তথ্যপ্রযুক্তিবিদ থেকে SEO বিশেষজ্ঞ, ভিডিয়ো এডিটর ও সংবাদদাতারাও সমানে তাঁদের সীমানা ছাড়িয়ে যেতে চেষ্টা করেছেন। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাঁদের প্রত্যেকে। সবার চেষ্টায় পাঁচবছরেই পরীক্ষামূলক প্রকল্প থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে হ༺িন্দুস্তান টাইমস বাংলা।