Durga Puja 2022: প্যান্ডেলের লম্বা লাইনে দাঁড়িয়ে, রাত জেগে ঠাকুর দেখে গায়ে ব্যথা? এই ঘরোয়া টোটকায় দেবে কাজ
Updated: 03 Oct 2022, 04:36 PM ISTDurga Puja 2022: পায়ে ব্যথার সমস্যা অনেকেরই হয়ে থাকে দুর্গাপুজোর সময়ে। রাত জোগে ঠাকুর দেখার পর তাতে যোগ হয় ক্লান্তি আর গায়ে ব্যথাও। পায়ের ব্যথায় উপযুক্ত উপশম হল সেঁক। হালকা গরম সেঁক দিতে হলে একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে দিন নুন। সেই জলে পা ডুবিয়ে রাখলে মিলবে আরাম।
পরবর্তী ফটো গ্যালারি