দেখতে দেখতে ১ বছর পর আসতে চলেছে দুর্গাপুজো (Durgꦯa Puja 2024)। আর একদিন পরেই মহালয়া আর তার এক সপ্তাহ পরেই ষষ্ঠী। খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মধ্যে পূজো নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। ক🍷েউ ঘর মুছে সাফ করে ফেলছেন কেউ আবার শেষ মুহূর্তে শপিংয়ে ব্যস্ত হয়ে রয়েছেন। তবে আজ এই প্রতিবেদনে আপনি জানবেন কম শপিং করেই অর্থাৎ কম খরচেই কীভাবে নিজের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন সুন্দর করে ( Decorate room for Durga Puja)।
অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখবেন না: যে সমস্ত জিনিস বাড়িতে একেবারেই অপ্রয়োজনীয়, সেগুলি পুজো🐻র আগেই ঘর থেকে বিদায় করে দেবেন। বাচ্চার খেলনা একটি জায়গায়﷽ গুছিয়ে রাখবেন তাহলে ঘর দেখতে পরিষ্কার লাগবে।
(আরও পড়ুন: আগেই তৈরি ছিল ‘শিরদাঁড়া’, তাও বিতর্ক এড়াতে সেটি সরিয়ে দিল বেলে♒ঘাটা পুজো কমিটি)
ফুল দিয়ে সাজান: আর্টিফিশিয়াল হোক অথবা তাজা ফুল, ঘর সাজানোর ক্ষেত্রে ফুলে🅘র থেকে ভালো বিকল্প আর কিছুই হতে পারে না। ঘরের এক কোনায় একগুচ্ছ তাজা ফুল রাখলে যেমন ঘর থেকে সুন্দর দেখতে লাগবে তেমন আপনার মনও হয়ে উঠবে চনমনে।
ঘরের ভেতরে গাছ: এ♕খন বড় বড় বাড়ির জায়গা নিয়ে নিয়েছে ছোট ছোট ফ্ল্যাট। তাই বাগানের পরিবর্তে এখন সকলেই এক চিলতে বারান্দাতেই গাছের পরিচর্যায় ব্যস্ত হয়✤ে পড়েন। ঘর সাজানোর জন্য তাই বিভিন্ন রঙের টব কিনে আনুন বাজার থেকে। ঘরের কোনায় সবুজ অ্যালোভেরা গাছ অথবা মানিপ্লান্ট সাজিয়ে রাখুন, এতে আপনার ঘরের সৌন্দর্য বেড়ে উঠবে বহুগুণ।
এয়ার ফ্রেশনের ব্যবহার করুন: অনেক 🦩সময় বদ্ধ ঘর থেকে বাজে গন্ধ বেরোয় যা অতিথিদের সামনে আপনাকেꦯ অপ্রস্তুত করে দিতে পারে। বাড়ির দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই এয়ারফ্রেশনার ব্যবহার করুন। এয়ার ফ্রেশনার ব্যবহার করলে যেমন ঘর থাকে প্রাণবন্ত, তেমন অতিথিদের সামনে আপনাকে অপ্রস্তুতে পড়তে হয় না।
পেন্টিং রাখুন: শপিং মল থেকে দামী পেইন্টিং না কিনে যদি নিজে এঁকে সেটি দেওয়ালে রাখতে পারেন তাহলে তার মর্যা𓆉দাই আলাদা হয়। এছাড়া দেওয়ালে বিভিন্ন রকম ডিজাইনও 🐼করতে পারেন, তাতেও কিন্তু ঘরকে খুব সুন্দর দেখতে লাগে। এছাড়া ছোট ছোট জিনিস দিয়ে ক্রাফট তৈরি করেও দেওয়ালে ঝুলিয়েও রাখতে পারেন।