পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এক সপ্তাহও হাতে নেই। চারিদিকের প্রস্তুতি তুঙ্গে। ঝলমলে আলোয় সজ্জিত গোটা বাংলা। যদিও সম্প্রতিক ঘটনার কারণে এইবারের পুজোকে অনেকেই উত্সবের মোড়কে বাঁধ🌞তে চান না।তবে মা বছরে একবার আসেন পুজো নিতে, তাই মায়ের পুজোয় ত্রুটি করতে চান না কেউই। শহরের সব পূজা কমিটি প্যান্ডেল সাজিয়ে সুন্দর থিম দিয়ে দেবী দুর্গাকে স্বাগত জানা🌊তে প্রস্তুত।
তবে আয়োজন যতই কম হোক 𒁃না কেন, খাওয়া দাওয়া কিন্তু মাস্ট।ভালোমন্দ খেয়ে প্যান্ডেল হপিং-এ বেরোনো, 💃ঠাকুর দেখতে দেখতে না না রকম খাওয়া, আবার বাড়ি এসে সুস্বাদু (tasty)কিছু খেয়ে ঘুমাতে যাওয়া। এভাবেই চোখের নিমেষে চলে যায় চার-চারটে দিন।
আরও পড়ুন: (পুজোয় একদিন নিরামিষ আহ♔ারের নিয়ম ? পটলের এ๊ই পদ রাঁধলেই রসনার তৃপ্তি)
বাঙালি মানেই মাছ, তা গোটা বিশ্বের সকলের জানা। পুজোর ভুরিভোজে তꦺাই এবার যোগ করুন এই অন্যরকম একটা মাছের পদ্ধতি। নাম তার- ‘কাসুন্দি মাছ’ (Durga Puja 2024 recipe)। আরও একবার নিজেকে মাছে-ভাতে বাঙালি বলতে গর্ব হবে আপনার।
কাসুন্দি মাছ( Fish in mustard sauce)
উপকরণ:
১।মাছ (ভেটকি, রুই, বাসা বা ইলিশ)-৫/৬ টুকরো
২।সর্ষের তেল ৫০০ গ্রাম
৩। আদা-রসুনের পেস্ট- ২ টেবিল চামচ
৪। কাসুন্দি বা সরিষার সস- ৩ টেবিল চামচ
৫। চাট মশলা- ১ চামচ
৬। গরম মশলা- ১ চামচ
৭। কাঁচালঙ্কা কুচ🌠ানো (ঝালের স্বাদ অনুসারে)
৭। পাতিলেবুর রস
৮। ধনেপাতা-কয়েকটি
আরও পড়ুন: (পুজোয় বাড়িতে বয়স্ক অতিথি ? এই নিরামিষ পদ রেঁধে খাও﷽য়া🅰লেই ধন্য ধন্য করবে সকলে)
আরও পড়ুন: (প🍒ুজোয় বাড়িতে জমাটি আড্ডারꦍ প্ল্যান? সঙ্গে থাক এই মুখরোচক স্ন্যাকস, রইল রেসিপি)
রেসিপি:
১। প্রথমে মাছের টুকরোগুলো (আপনার পছন্দের ভেটকি, রুই বা বাসা) হালকা বাদামি হওয়া♓ পর্যন্ত ভাজুন।
২। সর্ষের তেল গরম করে তাতে মিহি করে কাটা লঙ্কা দিন🌊।
৩। আদা রসু🍌নের পেস্ট দিয়ে দিন। হালকা আঁচে ভাজতে থাক𒆙ুন
৪। ৬ টুকরো মাছের জন্য ৩ 🌌টেবিল চামচ কাসুন্দি (Mustard S✱auce) নিন।
৫। এতে কিছু চাট মশলা এবং সামান্য গরম মꦏসলা দ🐈িন।
৬। দেখবেন একটি সস তৈরি হয়েছে। সসে ভাজা ম🍃াছ যোগ করুন এবং মাছ ভালোভাবে সেদꦰ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
৭। শেষে উপর দ🐈িয়ে লেবুর রস ও ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।