Durga Puja 2024:মধ্য কলকাতার থিমের পুজো মানেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আর এই পুজোই এবার তাক লাগাচ্ছে সকলকে। প্রসঙ্গত, সজল ঘোষের পুজো হিসেবে বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square Theme) পুজো প্রতিবারই কিছু না কিছু অভিনব থিমের আয়োজন করে। গত বছর রামমন্দিরের থিম করে আট 🍸থেকে আশি সকলকেই চমকে দিয়েছিল এই পুজো। চলতি বছরও তার অন্যথা হচ্ছে না। এই বছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘সাম্য়ের বার্তা’। তবে বার্তা দেওয়ার জন্য যেভাবে মণ্ডপ সাজানো হয়েছে, তাতে চোখ ধাঁধাবে সকলেরই।
লাস ভেগাসের থিম
মধ্য কলকাতার এই পুজোয় গত বছর বিশাল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন রামমন্দির দেখার জন্য। চলতি বছরও তেমন ꧙ভিড় আশা করছে স🔯ন্তোষ মিত্র স্কোয়ার। কারণ এই বছর পুজোর থিম হিসেবে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস (Las Vegas Sphere) শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।
11D-এর ঝলক দেখবেন দর্শকরা
এর আগে 3D, 5D, 7D-এর পুজো দেখেছে কলকাতা। এবার সরাসরি দেখতে চলেছে 11D-এর ঝলক। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় যে লাইট শো এবার রয়েছে, তা আদতে 11D-এর ঝলক চোখ ধাঁধানো ঝলক। উদ্যোক্তাদের কথ♋ায়, মোট ১১ দিক থেকে দেখা যাবে মা দুর্গার নানা প্রতিচ্ছবি। মহ🐷ামায়ার অসীম শক্তির পরিচয় ফুটে উঠবে এই লাইট শোতে। তাই একে বহুমাত্রিক 11D বলা হচ্ছে।
আরও পড়ুন - Durga Puja In Bangladesh: বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জান♋াল প🤡ড়শি প্রশাসন
‘দেখাবে লেবুতলা চমকাবে বাংলা’
ইতিমধ্যে সোশ্🌳যাল মিডিয়ায় এই পুজোর ভিডিয়ো পোস্ট করেছেন উদ্যোক্তারা। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘যেখানে তোমাদের ভাবনা শেষ, সেখানে আমাদের ভাবনা শুরু। দেখাবে লেবুতলা চমকাবে বাংলা।’ এমন একটি পোস্টের পর থেকেই আদতে জল্পনা শুরু হয়েছিল। ঠিক কী থিম হতে চলেছে এবারের লেবুতলা পার্কে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষই জানিয়ে দেন, এবারের থিম লাস ভেগাসের স্ফিয়ার বা আলোর গোলক।
জানা গিয়েছে, এই পুজোর থিম আদতে সজল ঘোষেরই পরিকল্পিত। গত বার রামমন্দিরের থিম ভিড়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এই বছরও তেমনটাই হবে♒ বলে বিশ্বাস তাঁর। 11D-এর ঝলক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতায় পৌঁছে দেবে দর্শকদের।