বাড꧑়িতে ফ্রিজে ডিম সবসময়ই থাকে। অতিথি আসুক বা মাঝরাতে খিদে পাওয়া, তাড়াতাড়ির সময়ে ডিমই ভরসা। আপনি যদি রান্না নাও জানেন তাহলেও বানিয়ে ফেলতে পারবেন এই ডিমের পদটি। স্বাদে যেমন দুর্দান্ত, তেমন রান্ন👍া করাও খুব সহজ। লাগেও খুব কম সময়। দেখুন কীভাবে তৈরি করবেন আন্ডা শাকশুকা-
কী কী লাগবে
পেঁয়াজ কুচনো (১ টি বড়মাপের), ক্যাপসিকাম ডাইস করে কাটা (মাঝারিমাপের ২টি), টমেটো ডাইস করে কাটা (৩টি), রসুন কুচনো (৪ কোয়া), আদা কুচনো (আধা ইঞ্চি), কাঁচালঙ্কা (২টি), তেল (২ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (১ টেবিল চামচ), হলুদ গুঁড়ো (১/২ চা-চামচ), নুন (স্বাদমতো), চিনি (১/৪ চা চামচ), টমেটো পি🅷উরি (১ কাপ𓄧), ডিম (৩-৪টি),
কীভাবে বানাবেন
একটি প্যানে তেল গরম করে তাতে রসুন-আদা ফোড়ন দিন। এবার তাতে পেঁয়াজ দিন আর ভালো করে ভাজুন। তারপর এতে ক্যাপসিয়াম যোগ করুন এবং সবকিছু ভালোভাবে ꩵটস করুন।
তারপর আঁচ কমিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যোগ করুন। টমেটো আর কাঁচালঙ্কা কুচনো দিন। স্বাদমতো✃ নুন-চিনি দিয়ে কষান। প্রয়োজনে জলের ছিটে দিন। টমেটো নরম হয়ে এলে টমেটো পিউরি যোগ করুন। এবং ভালোভাবে মেশান। মশলা থেকে তেল ছাড়লে অল্প জল দিন।
তারপর চামচের সাহায্যে তৈরি করা মশলায় একটা ছোট গর্ত করুন। এবার একটা ডিম ভেঙে তা পোচ করার স্টাইলে গ্রেভিতে দিয়ে দিন। এভাবে আরেক জায়গায় গর্ত করে আরেকটা ডিম দিন। ৪-৫টা ডিম এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ডিম সেদ্ধ না হওয়া অবধি রান্না ক🧔রুন। গরম ভাত বা রুটি-পরোটা, দুর্দান্ত লাগবে খেতে।