পবিত্র রমজানের মাসের শেষ হচ্ছে শুক্রবারই। ভারত জুড়ে খুশির ইদ পালন করা হবে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল। শুধু ভারত নয়, বাংলাদেশ-পাকিস্তান-ইন্দোনেশিয়া-ম👍ালয়েশিয়ার মতো দেশেও এই দিনই পালꦡন করা হবে ইদ উল ফিতর। এ কথা এক প্রকার নিশ্চিত।
এর আগে অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবার সৌদি আরবে ইদের চাঁদ দেখা গিয়েছে। আজ ২১ এপ্রিল শুক্রবার খুশির ইদ পালিত হচ্ছে সে দেশে। কা﷽তার, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং কুয়েতও ঘোষণা করা হয়েছিল যে চাঁদ দেখার পরে ২১ এপ্রিল শুক্রবার ইদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার ছিল ১৪৪৪ হিজরির রমজানের শেষ অর্থাৎ ২৯তম দিন।
কিন্তু তখনও পর্যন্ত পরিষ্কার ছিল না, কবে ভারতে পালিত হতে চলেছে খুশির ইদ। শুক্রবার সন্ধ্যার মুখে সে কথা প্রায় পা♌কা হয়ে গিয়েছে। শনিবারই হচ্ছে ইদ উল ফিতর পালন। তার সঙ্গে আজ সন্ধ্যায় এবারের রমজানের শেষ প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এর আগে আমেরিকা, কানাডায় জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে শুক্রবারই পালন করা হবে খুশির ইদ। ইংল্যান্ডেও তাই। তবে পৃথিবীর পূর্ব দিকের কিছু দেশে শনিবার পালন করা হবে খুশির ইদ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের মতো দেশে ২২ এপ্রিল অর্থাৎ শনিবার পালিত হতে চলেছে খ✃ুশির ইদ। এছাড়া মরোক্কোতেও শনিবারেই পালিত হচ্ছে ইদ উল ফিতর। দিল্লির স্কুলেও শনিবার ইদের ছুটি ঘোষণা প্রায় নিশ্চিত। যদিও এখনও পুরোটাই নির্ভর করছে চাঁদ দেখার উপরে।
এই খবরটি আপ🎉নি পড়তে পারেন HT 🅷App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক