পবিত্র রমজান মাসের শেষ হতে চলল। যেদিন এই মাস শেষ হবে, সেদিন পালন করা হয় ইদ-উল-ফিতর। রমজান মাসটি ইসলা🍸মিক ক্যালেন্ডারের হিসাবে নবম মাস। সেই মাসে রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেই রোজা রাখারই শেষ হয় ইদ-উল-ফিতরে এসে। এবং তার সঙ্গে চলে দারুণভাবে উদযাপন।
৭২০ ঘণ্টা ধরে রমজান চলে। তার মানে, হিসাব করলে দাঁড়াবে ৪ সপ্তাহ এবং ২ দিনে স🐈ম্পূর্ণ হয় এই রমজান মাস। সব মিলিয়ে ২৯-৩০ দিন ধরে চলে এই পর্ব। এই সময়ের মধ্যে মুসলমানরা সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে কিছু খান না। এমনি জলটুকু মুখে দেন না। এই সময়ে তাঁরা প্রার্থনা করেন। দান করেন। ত্যাগের পথে চলেন। ইদ-উল-ফিতরের মধ্যে দিয়ে সূচনা হয় ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের।
কিন্তু প্রতি বছর কেন ইংরেজি ক্যালেন্ডারের আলাদা আলাদা দিনে এই ইদ-উল-ফিতর উদ্যাপিত হয়? ইংরেজি ক্যালেন্ডার অর্থাৎ গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে ইদ-উল-ফিতরের কোনও নির্দিষ্ট দিন না থাকার কারণ হল— মুসলমানরা চান্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার মেনে চলেন। চাঁদ দেখার উপরই নির্ভর করে এই মাসের দিনক্ষণ। যেহেতু চান্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার সময়ের ন🎃িরিখে সূ𓃲র্য পঞ্জিকা বা সোলার ক্যালেন্ডারের চেয়ে ছোট হয়, তাই এগিয়ে আসে ইদ-উল-ফিতরের ইংরেজি তারিখ। চান্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডারে সূর্য পঞ্জিকা বা সোলার ক্যালেন্ডারের চেয়ে প্রায় ১১ দিন কম থাকে। সেই কারণেই প্রতি বছর ইদ-উল-ফিতর প্রায় ১১ দিন করে এগিয়ে আসে।
রমজান মাস শেষ হবার মোটামুটি ৭০ দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কুরবানির ইদ বা বখরি-ইদ পালন কর🐟া হয়।
এই খবরটি 🦂আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক