একটি মেয়ে যখন ꦛকৈশোর থেকে যৌবনের দিকে যায়, তখন ধীরে ধীরে পাল্টাতে থাকে তার পছন্দ, অপছন্দ। পাল্টায় তার পোশাক, পাল্টায় তার চিন্তা, এমনকি পাল্টে যায় তার ফ্যাশন ভাবনাও। আর প্রতিটি যুবতীরই ফ্যাশন স্টেটমেন্টে থাকে একটি হ্যান্ডব্যাগ। আর সেই হ্যান্ডব্যাগে কী কী জিনিস রাখতে হবে, তা নিয়ে অনেক সময়ই বিভ্রান্ত হয়ে পড়ে বহু কিশোরী। দেখে নেওয়া যাক সেই সমস্ত জিনিস যাএকজন মহিলার হ্যান্ডব্যাগে অবশ্যই থাকা প্রয়োজন।
- মেকআপ আর্টিস্ট মৌসম গান্ধী বলছেন, একজন মহিলার ব্যাগে অবশ্যইꦯ সানস্ক্রিন লোশন থাকা প্রয়োজন। অনেকেই এসপিএফ যুক্ত পাউডারও রাখেন ব্যাগে। যা সহজেই মুখে লাগিয়ে নিলে জেল্লায় কমতি পড়ে না।
-এছাড়াও রোদ থেকে বাঁচতে প্রয়োজন সঠিক লিপবাম। এসপিএফ যুক্ত লিপবাম ঠোঁটের ত্বকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বলে মনে করা হয়। ফলে তা হ্যান্ডব্যাগে রাখা জরুরি। বলছেন বিশেষজ্ঞরা। গরমে চুলে অল্পেই পাকিয়ে যাচ্ছে জট, রয়েছে শুষ🌸্কভাব! সমস্যা এড়াতে 🍌কিছু সহজ টিপস
-করোনা পরিস্থিতির পর থেকে পথে ঘাটে 🐈বের হলেই স্যানিটাইজার নিয়ে থাকেন অনেকেই। তবে তার সঙ্গে বাথরুম স্যানিটাইজারও প্রয়োজন। বাজারে বিভিন্ন প্রসাধনী পাওয়া যায় বাছরুম স্যানিটাইজার হিসাবে। পছন্দের একটি তুলে নিন।
-কাটা ছেঁড়ার সমস্যা এড়াতে কোনও অ্যান্টিসেপটিক ক্রিম ব্যাগে থাকা প্রয়োজন, এছাড়াও সঙ্গে ব্যান্ডেড রাখাও জরুরি। জুতো থেকে ফোসকা পড়লে বা কোনও কাটা ছেঁড়াতে এটি সꦿাহায্য করে।
-পিরিয়ডের ডেট সামনে থাকলে অবশ্যই রাখুন ব্যাগে স্যানিটারি প্যাড, ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ সঙ্গে রাখুন হ্যান্ডব্যাগ♓ে।
-এছাড়াও যদি গরমের দিনে রাস্তায় বের হন তাহলে অ💮বশ্যই ওয়েট টিস্যু রাখুন সঙ্গে। এরই সঙ্গে প্রয়োজন পারফিউম।
-মহিলাদের হ্যান্ড🔯ব্যাগে ব্যান্ড ও লিপস্টিক রাখা প্রয়োজন। এতে মেকআপ নিয়ে থাকে না ঝঞ্ঝাট।