ভালো, সুন্দর পোশাক পরলেই খালি হবে? তার সঙ্গে দরকার সুন্দর গয়না। মেটাল, পাথর, বা অন্যান্য ধরনের গয়না এক এক ধরনের সাজের সঙ্গে যায়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কোন পোশাকের সঙ্গে কী পরবেন, বা কোনটার সঙ্গে কোনটা মানাবে। তাই♊ এখান 🍌থেকে কিছু সহজ টিপস দেখে নিন। কারণ আপনার সাজ পোশাক আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। তাই নিজেকে আরও সুন্দর, ব্যক্তিত্বময়ী করে তুলতে দেখে নিন সহজ কিছু টিপস।
১. অফিস/কলেজে: যদি আপনি কোথাও টিশার্ট পড়ে যেতে চান, তাহলে কানে পরু😼ন স্টাড টাইপের দুল। সোনার দুল পরতে পারে বা অন্য কিছুর। এর ফꦅলে আড়ম্বরহীন ভাবেও নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবেন।
২. কোনও বিজনেস মিটিংয়ে: শার্ট প্যান্ট অথবা পেন্সিল স্কার্টের সঙ্গে হাতে🅘 স্রেফ একটা সলিড ব্রেসলেট রাখুন। এর মাধ্যমে এটা বোঝাতে ಞপারবেন যে এই মিটিংয়ের আপনার আয়ত্তাধীন।
৩. পার্টিতে: ঝলমলে গাউন পরলে তাহলে চেষ্টা করুন কম গয়না পরার। বেশি গয়না পরলে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যদি শাড়ি বা অন্য কিছু পরেন তাহলে কনট্রাস্ট বজায় রেখে অন্য কিছু পরুন। তবে মনে রাখবেন একই সঙ্গে ꧂কানে, গলায়, হাতে ভারী গয়না পরবেন না।
৪. উৎসবে: উৎসব মানেই একটা জমকালো হইহই ব্যাপার। এই সময় সাবেকি সা✅জ সঙ্গে থাকুক। সোনার গয়না পরতে পারেন শাড়ি বা কুর্তির সঙ্গে। বা হালফিলের ড্রেস, ইত্যাদি পরলে মানানসই হালকা গয়না পরুন। এতে আভিজাত্যের ছাপ বজায় থাকবে।
৫. রঙের খেলা: যদি হালকা রঙের পোশাক পরেন তাহলে জমকꩵালো গয়না পরুন। দুটোই হালকা বা দুটো জমকালো পরবেন না একসঙ্গে।