প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনগুলিতে সমস্ত কষ্ট দুঃখ ভুলে মানুষ আনন্দে মেতে থাকে প্রিয়জনদের সঙ্গে। শরৎকালে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বলে একে বলা হয় শারদীয়া। শারদীয়া উপলক্ষে প্রিয়জন এবং বন্ধু-বান্ধবকে জানান শারদীয়ার শুভেচ🐼্ছা বার্তা।
শারদীয়ার আগাম শুভেচ্ছাবার্তা
১) আ✃শ্বিনের এই শরৎ প্রাতে দেবী দুর্গার আশীর্বাদে সবকিছু হয়ে উঠুক মঙ্গলময়, উৎসবে দিনগুলি কাটুক হাসিমুখে। সকলকে জানাই শারদীয় অভিনন্দন।
২) পুজো মানেই ছুটি, পুজো মান🍃েই নতুন জামা, পুজো মানেই মাকে বরণ করা, ঢাকের তালে নেচে ওঠা, সকলকে জানাই শারদীয়ার প্রꦗীতি শুভেচ্ছা
৩) শিউলি ফুলের গন্ধ মেখে পুজোয় মেতে উঠুক সকলে, সকলকে 🅠জানাই পুজোর অনে💞ক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: পুজো আসতে আর মোটে ত🐟িন সপ্তাহ দেরি! এখন থেকেই ঘনিষ্ঠদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার𝐆্তা)
৪) ষষ্ঠীতে খুশির আমেজ, সপ্তমীতে নাচ গান, অষ্টমীতไে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখা আর দশমীতে বিদায়ের সুর, পুজোর এই দিনগুলি যেন রঙিন মুহূর্ত নিয়ে আসুক সকলের জীবনে, সꦆকলকে জানাই শুভ দূর্গা পুজো।
৫) বাতাস🅠ে 🌠শিউলি ফুলের গন্ধ, আকাশে সাদা মেঘের ভেলা, চারিদিকে শুধু পূজো পুজো ভাব। এসে গেছে দুর্গাপুজো। সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা বার্তা।
৬) আসছে পুজো, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে জান🌠াই শারদীয়ার শুভেচ্ছা।
৭) কাশের বনে লাগলো দোলা, পুজো এলো, এক বছরের প্রতীক্ষা হলো শেষ, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
৮) এক বছরের প্রতীক্ষা শেষে ফিরছে উমা বাড়িতে, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্𒐪ছা এবং আন্তরি𓂃ক ভালবাসা।
(আরও পড়ুন: মাছ, মাংস, ডিম ছাড়া দিন চলে না? জღানেন কি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের)
৯) পুজো 🌼মানেই আনন্দ, পুজোꦰ মানেই কষ্ট ভুলে থাকা। তোমাকে এবং তোমার পরিবারের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
১০) পৃথিবী থেকে মু🙈ছে যাক সমস্ত গ্লানি, কষ্ট এবং দুঃখ। জয় হোক সত্যের। সকলকে জানাই শಌারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা।