৫ সেপ্টেম্বর, প্রতিবছর দেশজুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দি🔯নটি পালন করা হয়। একজন শিশু বা ছাত্রের সঠিক ভবিষ্𝔍যৎ গড়ে তোলার পেছনে শিক্ষকের অবদান কতখানি, তা মনে করিয়ে দেওয়ার জন্যই এই দিনটি পালন করা হয়।
তবে আমাদের চারিপাশেཧ যেমন শিক্ষক শিক্ষিকা আমাদের আগলে রেখেছেন, তেমন সিনেমার পর্দাতেও এমন কিছু শিক্ষকদের চরিত্র দেখানো হয়, যা সারা জীবন মনে রাখে মানুষ। এই সমস্ত শিক্ষকের চরিত্র বেশিরভাগ কাল্পনিক হলেও এই শিক্ষকরা সকলকে শিখিয়েছে জীবনের অমূল্য পাঠ। বলিউড থেকে হলিউড, এই শিক্ষকরা আজও সকলের কাছে আইডল।
(আরও পড়ুন: ১৫৬টি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় 🤡আছে অ্যান্টিবায়োটিক,প্যারাসিটামলের গ্রুপও)
আলবস ডাম্বলডোর: ‘হ্যারি পটার’ এমন একটি গল্প, যা ৮ থেকে ৮০ প্রায় সকলের✅ প্রিয়। তবে এই গল্পে হ্যারিকে যিনি সব থেকে বেশি ভালবাসতেন, যিনি সব থেকে বেশꦺি আগলে রাখতেন হ্যারি পটারকে, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ জাদুকর আলবস ডাম্বলডোর। প্রিন্সিপাল হলেও তিনি হ্যারি পটারকে নিজের পুত্র স্নেহে বড় করেছিলেন। যদিও শিক্ষকের কথা বললে প্রফেসর স্নেপের কথাও বলা যায়। প্রথম থেকে এই শিক্ষককে হ্যারি পটারের শত্রু বলে মনে হলেও পরবর্তীকালে বোঝা যায় ইনি প্রথম থেকেই হ্যারি পটারকে আগলে রাখতেন।
রাম শঙ্কর নিকুম্ভ: ‘তারে জামিন পার’ সিনেমায় ঈশান নামক ছেলেটির যে সমস্যা দেখা দিয়েছিল, তাতে তার বাড়ির কেউ পাশে না থাকলেও তার পাশে এসে দাঁড়ান তার আঁকার স্যার। ঈশানের শিল্প সত্তাকে খুঁজে বের করে তা সকলের সামনে তুলে ধরেন তিনি। ছাত্রের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনেন তিনি। আমির খান অভিনীত এই চরিত্রটি আজও বহু মানুষের কাছে বেঁচে থ🀅াকার রসদ।
(আরও পড়ুন:ফুটꩲপাত ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় হকারদের, মাঠে নামল কলকাতা পৌরসভা)
জন কিটিং: এখনও পর্যন্ত সব থেকে সেরা লিখিত শিক্ষক চরিত্রের মধ্যে অন্যতম একটি চরিত্র হলো জন কিটিং। প্রয়াত অভিনেতা রবিন উইলিয়াম ডেড এই চলছে অভিনয় করেছিলেন। বইটির ন💫াম পোয়েটস সোসাইটি। একজন প্রগতিশীল ইংরেজি শিক্ষক তাঁর ছাত্রদের ভ্রমণের পথ এবং তাঁদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বকে আবিষ্কার করতে শেখান।
কবির খান: ‘চাক দে ইন্ডিয়া’ সিনেꦿমায় একজন হকি কোচের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক কবির খানের নেতৃত্বে কীভাবে মহিলা হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেটাই দেখানো হয় এই সিনেমায়।