রোজ বহু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ক♛িন্তু তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা মন ভালো করে দেয়। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। আর সেটি বিশেষ করে ভারতীয়দের মন ভালো করে দিয়েছে। কী এই ভিডিয়ো?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়োয়। সেখানে জার্মানির এক তরুণীকে দেখা গিয়েছে, শাড়ি পরে নাচতে। এর মধ্যে অবাক করা কিছু ๊ছিল না। কারণ ভারতীয় পোশাকে এমন নাচের ভিডিয়ো বহু বিদেশিনিই দেন। কিন্তু এই ভিডিয়োটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই আবেগ। বিশেষ যাঁদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে, তাঁদের সঙ্গে এই গানের বিশেষ যোগ রয়েছে।
নব্বইয়ের দশকে রীতিমতো জনপ্রিয় হয়েছিলেন গায়িকা ফাল্গুনী পাঠক। তাঁর ‘চুড়ি জো খনকাই’ গানটি সেই সময় বহু কিশোর-কিশোরীরই মন জয় করেছিল। সেই সব কিশোর-কিশো𒁏রীরা এখন চল্লিশের দোরগোড়ায়। আর তাঁদের মনে নস্টালজিয়া উসকে দিয়েছে জার্মান তরুণীর এই ভিডিয়োটি।
শাড়ি পরে⛎ ‘চুড়ি জো খনকাই’ গানের সঙ্গে নেচেছেন তরুণী। তার প🔯রে সেই ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেঠো রাস্তার সামনে নীল শাড়ি পরে তাঁর নাচ দেখে অভিভূত অনেকেই। সোশ্যাল মিডিয়াও ভরে গিয়ে মন্তব্যে।
কেউ কেউ লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় বহু দিন বাদে এমন একটা কিছু দেখলাম, যা মন ভালো করে দিল। কেউ আবার লিখেছেন, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এই 🐓তরুণীর দৌলতে। তবে অনেকেই লিখেছেন, ভারতীয়দেরও তাক লাগিয়ে দেওয়ার মতো করে নেচেছেন এই তরুণী।