পরিবারে যেন সাক্ষাৎ লক্ষ্মী এসেছিল। ১২ বছর আগের ঘটনা। তার আসার পর থেকেই ভাগ্য বদলাতে শুরু করে। ব্যবসায় উন্নতি হয়, অভাবঅনটন একে একে মিটে যেতে থাকে। পরিবা💫রের সকলে সমাজের মধ্যে গুরুত্ব পেতেও শুরু করে। যে লক্ষ্মীর জন্য এতকিছু, তাকে কি বিক্রি করে দেওয়া যায়? তাই সেসব কথা না ভেবে সমাধিস্থ করার পরিকল্পনাই করল গুজরাটের একটি পরিবার। একটি চারচাকাই তাদের সেই লক্ষ্মী। চারচাকাটিকে শুধু যে সমাধিস্থ করা হয়েছে, তাই নয়, এই উপলক্ষে একটি ‘শ্রাদ্ধের’ও আয়োজন করা হয়। ওই শ্রাদ্ধানুষ্ঠানে প্রায় ১৫০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিও বেশ জাঁকজমক করে সম্পন্ন হয়েছে। যার ꦯজন্য মোট খরচ পড়েছে ৪ লাখ টাকা।
আরও পড়ুন - শ্বাসরোধ করা পরিস্থিতি পাকিস্তানে! মাত্রাছাড়া দূꦓষণের জেরে বন্ধ হল স্কুল
পরিবারে যেন লক্ষ্মী এল
মাঝে মাঝেই আমাদের জীবনে নানা জিনিস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারচাকার এই ওয়াগনারও একই ভূমিকা পালন করেছিল গুজরাতি ওই পরিবারটির জীবনে। ১২ বছর আগে কেনা হয়েছিল গাড়িটি। তারপর থেকেই একে একে পরিবারের সকলে সুখের মুখ দেখতে শুরু করে। শুধু তাই নয়, সমাজে মান্যগণ্য হিসেবে স্থানও পায়। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি গুজরাটের আমরেলির। ওই পরিবারের একটি চাষের জমিও রয়েছে। সেই জমিতেই সমাধি দেওয়া হয়েছে গাড়িটিকে। এই সমাধির একটি ভᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিডিয়োও ভাইরাল হয়💛েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন - চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে বাঁধভাঙা ಌকান্না! হৃদয়বিদারক পোস্ট চন্দ্রবাবুর
ভাইরাল ভিডিয়ো
এক্স-এ শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িটিকে মাটির ১৫ ফুট নিচে একটি স্লোপের মাধ্যমে নামানো হচ্ছে। প্রসঙ্গত, গাড়িকে সমাধিস্থ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা ও স্তরের মানুষ। স্থানীয়দের থেকে শুরু করে ধর্মীয় গুরু, সন্ন্যাসীরাও এই দিন অনুষ্ঠানে উপস্থিত হন। প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে সাজানো গাড়ির বিভিন্ন ছবি তোলানো হয়। গাড়িটি সমাধিস্থ করার আগে সুন্দর করে🌳 ফুল দিয়ে সাজানোও হয়।
গাড়ির মালিক সঞ্জয় পোলারা সংবাদমাধ্যমকে বলেন, গাড়িটি সংসারে আসার পর থেকেই প্রভূত উন্নতি হয়েছে। পরিবারের সকলেই উন্নতি করেছেন। তাই বিদায়পর্বে এটুকু শ্রদ্ধা না জ🌺ানালেই নয়।