পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Watermelon Laddu: তরমুজ তো খাচ্ছেন, কিন্তু তরমুজের লাড্ডু খেয়েছেন কি? রইল রেসিপি
বাজারে এখন প্রচুর তরমুজ। এটি অনেকেরই খুব প্রিয় একটি ফল। এর উপ🌱কারিতাও অনেক। তরম𒀰ুজ তো এমনি এমনি খাওয়াই যায়। তাছাড়া এটি দিয়ে বিভিন্ন ধরনের পানীয়ও তৈরি করা যায়।
কিন্তু এবার কি একটু স্বাদবদল চান? তাহলে বানিয়ে নিতে পারেন তরমুজের লাড্ডু👍। এতটাই সুস্বাদু যে, একবার খেলে, আর ভুলতে পারবেন না।
দেখে নেওয়া যাক, তরমুজ লাড্ডুর রেসিপি।
কী কী লাগবে:
তরমুজ: পরিমাণমতো
ঘি: দেড় টেবিল চামচ
সুজি: আধ কাপ
গুঁড়ো দুধ: আধ কাপ
চিনি: আধ কাপ
শুকনো নারকেল গুঁড়ো: এক কাপের চার ভাগের এক ভাগ
কীভাবে বানাবেন:
- তরমুজ কেটে টুকরো করে নিন। এর পরে খোসা কেটে নিন। বীজগুলো বেছে ফেলে দিন।
- এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজ। আলাদা করে কোনও জল মেশাবেন না।
- এবার আঁচে পাত্র বসিয়ে তাতে ঘি দিন। সেটি গলিয়ে নিন। এর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সুজি ভাজা ভাজা হয়ে হলে নামিয়ে নিন।
- এর পরে পাত্র ধুয়ে তরমুজের মিশ্রণ তাতে ঢেলে দিন। কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে গুঁড়ো দুধ মিশিয়ে দিন।
- এর পরে মিশিয়ে দিতে হবে চিনি। বারবার নাড়তে থাকুন।
- কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল মিশিয়ে দিন।
- আরও কিছু ক্ষণ জ্বাল করার পরে এর মধ্যে দিয়ে দিন ভাজা সুজি। ভালো করে নাড়তে থাকুন। একসময় এটি সুজি হালুয়ার মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ নেড়ে নিন।
- যখন দেখবেন প্যানের গা ছেড়ে মিশ্রণটি উঠে আসছে তখন সামান্য ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।
- তার পরে ঠান্ডা করে নিন লাড্ডুর মিশ্রণ।
- এবার দু’হাতে ঘি মেখে অল্প করে হাতে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু।
- এর পরে শুকনো নারকেল গুঁড়োয় গড়িয়ে কোট করে নিন লাড্ডু।
তৈরি হয়ে গেল জিভে জল আনা তরমুজের লা🌠ড্ডু। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।