প্রতি বছর ২৩ সেপ্টেম্বর সাংকেতিক ভাষায় আন্তর্জাতিক দিন বা ইন্টারন্যাশনাল ডেꦰ অফ সাইন ল্যাঙ্গুয়েজেস হিসেবে পালিত হয়। বধির ও অন্যান্য সাংকেতিক ভাষা ব্যবহারকারীদের ভাষাগত পরিচয়কে সমর্থন ও নিরাপত্তা প্রদান করে এই দিনটি।
ওয়ার্ল্ড ফেডারেশান অফ ডেফ কর্তৃক এই দিনটির থিম ঘোষণা করা হয়েছে, ‘উই সাইন ফর হিউমেন রাইটস’- ‘কী ভাবে আমরা প্রত্যেকে- পৃথিবী ব্যাপী বধির জনগণ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাংকেতিক ভাষা ব্যবহারের অধিকারকে স্বীকৃতি জানানোর বিষয়ে প্রচার করতে✤ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি’।
সাংকেতিক ভাষা কী?
সাংকেতিক ভাষা হল, এমন একটি ভাষ🐠া, যাঁর মাধ্যমে অর্থ বোঝানোর জন্য ভিসুয়াল ও ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়। রাষ্ট্র সঙ্ঘ সাংকেতিক ভাষাকে সম্পূর্ণ প্রাকৃতিক ভাষা হিসেবে ব্যাখ্যা করেছে, যার সঙ্গে কꩵথ্য ভাষার পরিকাঠামোগত পার্থক্য রয়েছে।
ওয়ার্ল্ড ফেডারেশান অফ ডেফ সাংক😼েতিক ভাষার প্রচারের কথা বলে। এমনকি তাঁদের তরফে স্পষ্ট করা হয়েছে যে কথ্য ভাষা ও এর স্টেটাসও এক। আবার বিভিন্ন রাষ্ট্রকে সাংকেতিক ভাষা শিক্ষাকে সহজতর করার জন্য বাধ্যও করে।
ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ-এর ইতিহাস
২০১৮ সালে বধিরদের আন্তর্জাতিক সপ্তাহ পালনের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ🦄্গুয়েজ দিনটি প্রথম পালিত হয়। ওয়ার্ল্ড ফেডারেশান অফ ডেফ সংস্থাটি ১৯৫১ সালের ২৩ সেপ্টেম্বর স্থাপিত হয়। তাই ২৩ সেপ্টেম্বর পালিত হতে শুরু করে ইন্টারন্যাশনাল♉ ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ।
ওয়ার্ল্ড ফেডারেশান অফ ডেফ-এর তরফে জানা যায়꧟ যে, সারা বিশ্বে ৭ কোটি বধির ব্যক্তি রয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই আছে উন্নয়নশীল দেশগুলিতে। সারা বিশ্বে ৩০০টিরও বেশি সাংকেতিক 𝓀ভাষা ব্যবহৃত হয়।
তাৎপর্য
এই দিনটি সাংকেতির ভাষার 💃গুরুত্বের প্রতি সচেতনতা বিস্তারের উদ্দেশে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্রের অংশ হিসেবে সাংকেতিক ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়া এর অন্যতম উদ্দেশ্য।
উক্তি
১. মানুষের চোখ, মস্তিষ্কের সাংকেতিক ভাষা। ভালোভাবꦦে 🦩লক্ষ্য করলে সেখান থেকে খাঁটি সত্যি বেরিয়ে আসবে।– ট্যারিন ফিশার
🐭২. আমি এমন একটি স্থান থেকে আসছি, যেখানে তোমাকে সবসময় কথা বলতে হবে না। সেখানে তোমার শেখার জন্য সাংকেꩵতিক ভাষা আছে। - ওয়ারউইক থর্নটন
৩. নৈতিকতার ব্যবস্থা আবেগের সাংকেতিক ভাষা মাত্র।💯 - ফ্রেডারিক নিৎসে