ভারত আর বাংলাদেশে কবে হচ্ছে ইদ? আপাতত সেই প্রতীক্ষাতেই সবাই। তবে এরই মধ্যে ঘোষণা হয়ে গেল সৌদি আরবে খুশির ইদের তারিখ। জানিয়ে দেওয়া হয়েছে ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার সে দেশে পালিত হচ্ছে সে দেশে খুশির ইদ। এখন সকলেরই একটাই প্রশ্ন ভারত,ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বাংলাদেশ, পাকিস্তানের🌱 মতো দেশে কবে হবে খুশির ইদ পালন।
ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন জায়গায় ঘোষণা হয়ে গিয়েছে ইদের তারিখ। জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিলই পালন করা হবে ইদ। কারণ সারা পৃথিবীর বেশির ভাগ জায়গা থেকেই দেখা গিয়েছে শ𒁏াওয়ালের চাঁদ। যদি সৌদি আরবে দেখা যায়নি। তাই সেখানে ২১ তারিখেই ইদ উল ফিতর হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: 🧜কবে হচ্ছে ইদ, সৌদিতে কি দেখা গেল চাঁদ? উত🧜্তরের অপেক্ষায় গোটা দুনিয়া
এরই মধ্যে অবশ্য আমেরিღকা, কানাডায় জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে শুক্রবারই পালন করা হবে খুশির ইদ। ইংল্যান্ডেও তাই। তবে পৃথিবীর পূর্ব দিকের কিছু দেশে শনিবার পালন করা হবে খুশির 🐠ইদ।
এর পরেই প্রশ্ন উঠেছে, সৌদি আরবে যেহেতু আজ চাঁদ দেখা গেল, তাহলে ভারত, বাংলাদেশ,পাকিস্ত♒ানে কবে হবে খুশির ইদ? সাধারণত সৌদি আরবের এক দিন পরে এই সব দেশের বেশির ভাগ অংশে ইদের চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে চাঁদ দেখা যাবে, সেটি শুক্রবার নাকি শনিবার— তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এখনও পর্যন্ত পূর্বাভাস বলছে, শুক্রবারই এই সব দেশে চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে শনিবার পালিত হবে খুশির ইদ।
ইতিমধ্যেই মালয়েশিয়া আর সিঙ্গাপুরে কবে হবে ইদ, তা জানিয়ে দেওয়া হয়েছে। এই দুই জায়গাতেই ২২ এপꦗ্রিল অর্থাৎ শনিবার পালিত হতে চলেছে খুশির ইদ। এছাড়া মরোক🧸্কোতেও শনিবারেই পালিত হচ্ছে ইদ উল ফিতর। দিল্লির স্কুলেও শনিবার ইদের ছুটি ঘোষণা প্রায় নিশ্চিত। যদিও এখনও পুরোটাই নির্ভর করছে চাঁদ দেখার উপরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক  𒉰;