Grey Hair: ৩০-এ পা দিতে না দিতেই চুল সাদা? রান্নাঘরের এই জিনিসগুলিই কালো চুল ফিরিয়ে দেবে Updated: 20 Aug 2022, 06:36 PM IST Suman Roy Share Natural Remedies of Grey Hair: কোনও রং নয়, কোনও রাসায়নিক নয়। ঘরের সাধারণ জিনিস পাকা চুল কালো করে দেবে।আরও পড়ুন: ক্ষত সারানো থেকে দাগ ছোপ দূর করা— কাঁচা হলুদ কী কী করতে পারে জানলে অবাক হবেনআরও পড়ুন: মুগডাল খাচ্ছেন? শরীরে কেমন প্রভাব পড়ছে জানেন 1/10নানা কারণে অকালেই চুল পাকতে শুরু করে অনেকেরই। চুল পাকার হাত থেকে তো রক্ষা পাওয়ার উপায় নেই। কিন্তু পাকা চুল আগের মতো কালো করা সম্ভব। 2/10অকালে চুল পেকে গেলে অনেকেই অস্বস্তির মধ্যে পড়েন। বিশেষ করে ৩০-এর ঘরে ঢুকতে না ঢুকতেই অনেকের চুলে পাক ধরে যায়। এমন পরিস্থিতিতে তাঁরা তুলে নানা ধরনের রং ব্যহার করতে শুরু করেন। কিন্তু চুলের রং বিগড়ে দিতে পারে তুলের স্বাস্থ্যা। তাহলে কী করবেন? 3/10ঘরের কয়েকটি সাধারণ জিনিস দিয়েই চুল কালো করে ফেলতে পারেন। রাসায়নিক মেশানো রঙের মতো কাজে দেবে এগুলি। অথচ তুলের কোনও ক্ষতিও হবে না। দেখে নিন এগুলি কী কী। 4/10নিমপাতা: মেহেন্দি আর নিমপাতা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে দু’বার করে চুলে লাগান। এতে চুল কালো থাকবে। আর নতুন করে তুল পেকে যাওয়ার আশঙ্কাও অনেকটা কমবে। 5/10আখরোট: চুল কালো করার এটি দারুণ পদ্ধতি। আখরোটের ছাল, সর্ষের খোল আর ফিটকারি মিশিয়ে ফুটিয়ে নিন। তার পরে ঠান্ডা করে চুলে লাগান। এতে পাকা চুল কমবে। কালো রংও পাকা হবে। 6/10কারি পাতা: এক কাপ সর্ষের তেলে এক কাপ কারি পাতা ভালো করে ফুটিয়ে নিন। তার পরে এটি ঠান্ডা করে নিন। রাতে মাথায় মাখুন। সারা রাত রেখে দিন। সকালে ভালো করে শ্যাম্পু করে নিন। এতেও চুল কালো থাকবে। 7/10ঘি: এটির কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, জানা না থাকলেও অনেকেই বলেন, রাতে ঘুমোনোর আগে পায়ের তলায় ঘি মালিশ করলে চুল পেকে যাওয়ার হার কমে। 8/10তিলের তেল: রাতে ঘুমোনোর আগে তিলের তেল মাথায় মাসাজ করুন। এতে চুল পাকার হার কমবে। এমনকী পাকা চুল কিছুটা কালোও হবে আগের মতো। 9/10আমলকি: রাতে আমলকি ভিজিয়ে রেখে দিন। সকালে এই জল ছেঁকে নিন। তার পরে সেই জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে পাকা তুল কালো হবে। তুল ঘনও হবে। এবং তুল পেকে যাওয়ার হারও কমবে। 10/10কালো চা: ২ টেবিল চামচ কালো চা, ১ চা চামচ নুন এবং এক কাপ জল একসঙ্গে মেশান। এটি ফুটিয়ে নিন। তার পরে ঠান্ডা করে মাথায় লাগান। পাকা চুল কালো হবে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি