হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবি🧔ত্র এবং শুভ দিন হল জন্মাষ্টমী। জন্মাষ্টমী তিথিতে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ। ছোট্ট গোপালের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে মহাসামারহে পালিত হয় জন্মাষ্টমী। তবে শুধু ভারতের মধ্যে ন💧য়, বিদেশের মাটিতেও ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়।
জন্মাষ্টমী তিথিতে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা বার্তা
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পৃথিবী থেকে সমস্ত দুঃখ-কষ্ট দূꦕর হয়ে যাক। এই কℱামনাই করি মন থেকে। তোমাকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: প্রাইভেট জেট✤ে ১৬০০ কিমি ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করবেন Starbucks CEO!)
গোপাল ঠাকুরের আশীর্বাদে তোমার জীবন হয়ে উঠুকও আনন্দময়, সারা জীবন এই ভাবেই হাসি খুশিতে থাকো তোমরা। ত♎োমাকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
তোমার জী﷽বনে নেমে আসুক সুখের বন💎্যা, জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাকে।
শ্রীকৃষ্ণের আশীর্বাদ🐈 সর্বদা তোমার উপর বিরাজ করুক, তোমার জীবন হয়ে উঠুক আনন্দময়। পরিবারের সকলকে নিয়ে ভীষণ ভালো থেক🐎ো তুমি। অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর।
তোমাকে এবং তোমার পুরো পরিবারকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আনন্দ এবং খুশিতে মেতে থাকো সবসময়। শুভ জন্মাষ্ট✤মী।
জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে দূর হয়ে যাক সমস্ত কালিমা, শুভ জন্মাষ্টমী।
শুভ জন্মাষ্টমী তিথিতে গোপালের জন্মদিন পালন হোক ধুমধাম করে, খুব তাড়াতাড়ি দেখ💮া হবে বন্ধু। তোমাকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: এই পানশা꧒লায় খাবারের পাশাপশি মিলবে🌌 থাপ্পড়, লাথি, ঘুষি!)
ভগবান শ্রীকৃষ্ণ য♏েমন আগলে রেখেছিলেন পৃথিবীকে, তেমন তুমিও আগলে রাখো তোমার পরিবারকে। শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাকে।