ফ্যাটি লিভারের সমস্যায় নাজেহাল সবাই। এটি হওয়ার নির্দি💜ষ্ট কোনও বয়স নেই। এখন তো বাচ্চাদেরও এই সমস্যায় ভুগতে হচ্ছে। এর প্রধান কারণ অনিয়ন্ত্রিত খ্যাদ্যাভাস ও অস্বাস্থ্যকর জীবনযাপন। তবে সঠিক সময়ে চিকিৎসা করালে এর থেকে রেহাই পাওয়া যায়। আসুন জেনে নিই কেন হয় ফ্যাটি লিভার।
আমাদের শরীরে প্রায় সমস্ত কাজই হয় লিভারের দ্বারা। এটি শরীর থেকে সব দূষিত পদার্থকে বের করে দেয়। কয়েক দশকে বেড়েছে ফ্যাটি লিভারের সমস্যা। লিভারে অতিরিক্ত চর্বি জমলে ফ্যাটি লিভার হয়। অ্যালকোহলিকদের এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে, মদ্যপান না করলেও যে 🧜এই সমস্যা হতে পারে, এমনটাই মনে করেন চিকিৎসকেরা। যাদের ওজন বেশি, ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস আছে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাই মোটেও লিভারের সমস্যাকে হেলায় ফেলা যাবে না।
কেন হয় ফ্যাটি লিভার
অতিরিক্ত ওজন
অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভাস
অতিরিক্ত মদ্যপান
ডায়াবিটিস এবং অতিরিক্ত সুগার থাকলে এই রোগ তাড়াতাড়🦂ি আক্রমণ করে।
কীভাবে বুঝবেন?
প্রথমে আপনি বুঝতেও পারবেন না আপনার ফ্যাটি লিভার হয়েছে। এই রোগ চিহ্নཧিত করা যায় আলট্রাসনোগ্রাফি𒀰র সাহায্যে। শরীরে উচ্চ কোলেস্টেরল, সুগারের মাত্রা বেশি থাকলে, রক্তে চর্বি জমতে থাকে। স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। জমাট বেঁধে যায় সেই স্থানটি। দীর্ঘদিন এমন চলার ফলে তা আকার নেই ক্যানসারের। তাহলে বাঁচার উপায় কী? এ বিষয়ে চিকিৎসকেরা কী পরামর্শ দেন, আসুন জেনে নিই
অ্যালকোহল খাওয়া ত্যাগ করুন
লিভারের রোগ মানেই ছাড়তে হব🧜ে অ্যালকোহল। অতিরিক্ত ধূমপানের নেশা থা🎃কলে সেটিও বন্ধ করুন।
নিয়মিত শরীরচর্চা করুন
নিয়মিত শরীরচর্চার মতো অভ্যাস আমরা ত্যাগ করেছি। অজান্তেই ডেকে এনেছি বিপদ। নিয়মিত ব্যায়🦩াম না করলে বিভিন্ন প্রকারের রোগ শরীরে বাসা বাঁধে। শুধুমাত্র লিভারের জন্য নয় যে কোনও রোগ সারাতে ব্যায়ামের বিকল্প কিছুই নেꦅই।
নন-ভেজ, প্যাকেট জাতীয় খাবার কম খান
এই খাবারগুলি হজম হতে সময় লাগে। তাই এইগুলি এড়িয়ে চলাই ভালো। ঘি, মাখন, পনির, 🔜লাল মাংস, উচ্চ চর্বিযু✃ক্ত খাবার যতটা কম খাবেন ততই মঙ্গল। অতিরিক্ত তেল-মশলা একেবারেই নৈব নৈব চ।
রোজ হাঁটুন
ভোরবেলায় ঘণ্টাখানেক হেঁটে নিত𒐪ে পারেন♛। এতে ডায়াবিটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।