সুপ্ত আগ্নেয়গিরির পাশে দেখা মিলল এক ♛অদ্ভুত ইঁদুরের। লেজটা তার শরীরের আকারের তুলনায় অনেকটাই বড়। মোজান্দা নামক একটি সুপ্ত আগ্নেয়গিরির পাশেই তার বাস। প্রচুর হ্রদ রয়েছে এই এলাকায়। ছোট এই প্রাণীটির নাম থমাসোমিস ওটাভালো বা ওটাভালোর অ্যান্ডিয়ান মাউস নামে পরিচিত এই অনন্য ইঁদুর।
কুইটো থেকে প্র🌼ায় ৫০ মাইল দূরে, উত্তর ইকুয়েডরের উচ্চ আন্দিজ পর্বতমালার কাছাকাছি এই ইঁদুরের দেখা পাওয়া যায়। আসলে ইকুয়েডরের ১০টিরও কম জায়গায় রয়েছে এই ইঁদুর। অর্থাৎ এটি শুধুমাত্র দেশের উত্তর-পশ্চিমাঞ্চলেই পাওয়া যায়। নতুন এই প্রজাতি, আন্দিজের শীতল পরিবেশে বাস করে। বিশেষ করে অর্কিড, ফার্ন এবং ব্রোমেলিয়াড গাছের বনেই বাসস্থান এদের।
আরও পড়ুন: (Ajwain Health Benefits: সಞর্দি-কাশির ঝামেলা মেটাতে পারে জোয়ান, জেনে নিন শরীরে আর কী কী প্রভাব ফে🌌লে এটি)
আদতে কেমন দেখতে এই প্রজাতির ইঁদুর
বলা বাহুল্য, এই নতুন ইঁদুরের সবচেয়ে শরীরের লক্ষণীয় বৈশিষ্ট্য হল এর লেজ, যা পুরো শরীরের চেয়ে লম্বা। লেজটি সূক্ষ্ম লোমে আবৃত। আরও👍 জানা গিয়েছে, এই ইঁদুরের লেজ অত্যন্ত নর🔴ম, পুরু পশমে ঘেরা। লেজের পিছনের দিক এবং পাশের দিকটি গাঢ় ধূসর রঙের। এই ইঁদুরের গায়ের রং আবার কিছুটা বাদামী রঙের। এর পেটের জায়গাটা হালকা ধূসর। সব মিলিয়ে বলতে গেলে, ইঁদুরটির সারা শরীর জুড়েই যেন সৃষ্টিকর্তা সুন্দর রঙের মেলবন্ধন করে গিয়েছে।
জানা গিয়েছে, মাউসটি মাথা থেকে লেজ পর্যন্ত মাত্র ৫ ইঞ♉্চি লম্বা, কিন্তু এর লেজ প্রায় ৬ ইঞ্চি লম্বা, যা এর শরীরের থেকেও লম্বা। যদিও গবেষকরা দেখেছেন যে ওটাভালোর আন্দ🦹িয়ান মাউস, এর অন্যান্য প্রজাতির চেয়ে কিছুটা বড় এবং এর পিঠে ছোট চুলও রয়েছে। একই পরিবারের অন্যান্য ইঁদুরের তুলনায় এর লেজও অনেক লম্বা, যা এটিকে আলাদা করে তুলেছে।
৫ নভেম্বর প্রকাশিত, বৈজ্ঞানিক জার্নাল ভার্টিব্রেট জুওলজিতে এই প্রাণীর কথা লেখা রয়েছে। ꦛএই জার্নালে বিজ্ঞানীরা জানিয়েছেন যে ওটাভালো সংস্কৃতিকে সম্মান জানাতে এই অনন্য ইঁদুরের নাম রাখা হয়েছে 'ওটাভালো'। মূলত, গান, সুতোর বয়ন দক্ষতা এবং টেক্সটাইল ব্যবসার জন্য পরিচিত এই ওটাভালো সংস্কৃতির মানুষেরা। বহু বছর ধরে, তাঁরা দক্ষিণ আমেরিকার অন্যতম সম্মানিত আদিবাসী গোষ্ঠী হিসাবেও বসবাস করছেন।
আরও পড়ুন: (Veg Chocolate Cake Recipe: বাসি ಞভাত দিয়েতৈরি করুন মজাদার ভেজ চকোলেট কেক, ওভেনও জ্বালাতে লাগবে না)
প্রসঙ্গত, আন্দিজে বসবাসকারী প্রাণীদের মধ্যে যে আকর্ষণীয় বৈচিত্র্য রয়েছে, তারই প্রমাণ দেয় এই অনন্য ইঁদুর। এই অনন্য পাহাড়ি অঞ্চলে ওটাভালোর মতো আরও বিশেষ বিশেষ প্রজাতির সন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা। গবেষকরা একই অঞ্চলে ইগোরের অ্যান্ডিয়ান মাউস নামে আরও ইঁদুরের প্রজাতি আবিষ্কার করেছেন। এই🦹 🐬ইঁদুরের লেজও অনেক লম্বা বলে জানা গিয়েছে।