পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Healthy Lifestyle Tips: শরীরের এই সব জায়গাগুলিতে কখনও হাত দেবেন না, কেন জানেন
বেখেয়ালে আমরা কখনও চোখে হাত দিই, কখনও মুখে হাত দিই, কখনও গা চুলকাই। কিন্তু মনে রাখবেন, শরীরের সর্বত্র এক ধরনের জীবাণু থাকে✃ না। তাই এক জায়গার জীবাণু শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়লে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তা🌳ই জেনে নিন, শরীরের কোথায় কোথায় কখনও ꦿস্পর্শ করবেন না।
- চোখ: চোখ শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। এখানে অপরিষ্কার হাত দেওয়া উচিত নয়। চোখের বেশির ভাগ সংক্রমণই হাত থেকে ছড়ায়। তাই চোখে হাত দেওয়া থেকে দূরে থাকুন।
- মুখ: মুখমণ্ডল বা মুখের ভিতর— দুটোর কোথাওই হাত দেবেন না। কারণ এতে নানা ধরনের জীবাণু শরীরে ঢুকে পড়তে পারে। তাতে পেটের সমস্যা হতে পারে। এমনকী ফুসফুসের নানা ধরনের সংক্রমণও হতে পারে এর ফলে।
- নাক: নাকের ভিতরে নিজস্ব কিছু জীবাণু আছে। অপরিষ্কার হাত নাকে দিলে বাইরে থেকে অপকারী জীবাণু নাকে ঢোকে। ফলে নাকের উপকারী জীবাণুর ক্ষতি হয়। এই সমস্যা এড়াতে নাকে হাত দেবেন না।
- পায়ুদ্বার: শরীরের এই এলাকায় কখনও হাত দেওয়া উচিত নয়। গোটা খাদ্যনালীর এক এক জায়গায় এক এক ধরনের জীবাণু থাকে। পায়ুদ্বার খাদ্যনালীর শেষ প্রান্ত। এখানে হাত দিলে, সেই হাত তার পরে পরিষ্কার না করা হলে, পায়ুদ্বারের জীবাণু হাত থেকে মুখে চলে আসতে পারে। তাতে জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে।
- নাভি: এটি বিভিন্ন ধরনের জীবাণুর বাসা। তার সব ক’টি যে শরীরের জন্য খারাপ, তাও নয়। কিন্তু উপকারী এবং অপকারী দু’ধরনের জীবাণুই এখানে বাসা বেধে থাকে। এই অঙ্গে হাত দিলে, সেই সব জীবাণু আবারও পরোক্ষভাবে মুখে চলে আসতে পারে। ফলে এই অঙ্গে কখনও হাত দেবেন না