প্রেমে যখন হাবুডুবু, ট্রাফিক নিয়ম তখন নিছকই মায়া, এমনটাই প্রমাণ করে দিলে⭕ন বলিউড সুন্দরী রিয়া চক্রবর্তী মুখে মাস্ক, মাথায় নেই হেলমেট, চর্চিত প্রেমিকের বাইকে চেপে কোথায় চললেন রিয়া! মাস্কটা মুখে চাপিয়ে ভেবেছিলেন, কেউ বুঝবে না। কিন্তু হিতে হল বিপরীত। চিনে ফেললেন প্রত্যেকে। ভাইরাল হল ভিডিয়ো।
এমনিতেই সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর থেকে, ফ্যানেদের কাঠগড়☂ায় দাঁড়িয়ে রয়েছেন রিয়া। কর্মজীবনটা প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তাও তাঁর ব্যক্তিগত জীবন কিন্তু এখনও লাইমলাইটে ঘোরাঘুরি করছে। বয়ফ্রেন্ড নিখিল কামাথের সঙ্গে পিলিয়নে চেপে সপ্তাহান্ত সেলিব্রেট করতে বেরিয়েছিলেন তিনি। এরপরেই ঘটল কাণ্ডটি।
আরও পড়ুন: (Yawning: কাউকে হাই তুলতে দেখলেই হাই ওঠে? সংক্র﷽ামক হাই তোলার পিছনে বৈজ্ঞানিক কারণ জানুন)
ঠিক কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োয়
ইনস্টাগ্রামে একজন পাপারাজ্জোর শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রিয়া মুম্বইতে নিখিল কামাথের বাইক পিলিয়নে চেপেছেন। আউটিংয়ের জন্য, রিয়া একটি ডেনিম জ্যাকেট এবং বেগুনি প্যান্টের সঙ্গে একটি ক্রপড রাস্ট টপ পরেছিলেন। তিনি মুখে একটি মাস্কও পরেছিলেন, সঙ্গে ছিল একটি ব্যাগ, পায়ে ছিল সাধারণ একটি স্যান্ডেল। হেয়ার স্টাইলও ছিল অতি সাধারণ। চুল পনিটেল করেছিলেন শুধু, কিন্তু হেলমেটটা পরেননি। আর এটাই এবার কটাক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিখিলকেও এদিন কালো জ্যাকেট ও শর্টস পরে দেখা গিয়েছে। তিনিও মুখে ম♉াস্ক ও হেলমেট পরেছিলেন।
কে কী বলছেন
ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, 'হেলমেট? তার জন্য কোনও বিশেষ নিয়ম?' একটি মন্তব্যে লেখা হয়েছে, 'পিলিয়ন রাইডারের হেলমেট লাগে না?' অন্য একজন ইনস্টাগ্রাম 🌞ব্যবহারকারী বলেছেন, 'শুধু রিয়া বলে হেলমেটের দরকার নেই?'
এর আগে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার
১৪ জুন, ২০২০ সালে সুশান্তকে শহরতলির বান্দ্রার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মুম্বই পুল꧋িশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করে তদন্ত শুরু করলে, তাঁর বাবা, ২০২০ সালের জুলাইয়ে রিয়া এবং তার বিরুদ্ধে বিহার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। এরপর ২০২০ সাল থেকে রিয়াকে মিডিয়ার তীব্র নিরীক🌞্ষার শিকার হতে হয়েছে। সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত একটি মাদক সংক্রান্ত মামলায় তাঁকে ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেফতারও করা হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে জামিন পেয়েছিলেন। এই বছরের শুরুর দিকে, এনডিপিএস আইনের অধীনে মনোনীত মুম্বইয়ের একটি বিশেষ আদালত রিয়াকে তাঁর পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ট্রিপের জন্য বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছিল।
রিয়া চক্রবর্তীর কর্মজীবন
গত মাসে, রিয়া চ্যাপ্টার ২ দিয়ে তাঁর পডকাস্টে আত্মপ্রকাশ করেছিলেন। এখানেই তিনি বলেছিলেন, সবাই আমার 'চ্যাপ্টার ওয়ান' জানেন, বা ধরে নেয় যে তাঁরা এটি জানেন। আমি আমার বিভিন্ন ভার্সন হয়ে বিভিন্ন আবেগ অনুভব করার অনেক পর্যায় অতিক্রম করেছি। কিন্তু এখন একটি নতুন ভার্সন এসেছে, যা পুনর্জন্মের ম🃏তো। এবং আমি এটা উদযাপন করতে চাই।