রোজ কত কত ধাঁধাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার কিছু খুব কঠিন, কয়েক আবার খুব সহজ🦩। কয়েকটিতে আবার দাবি করা হয়, সেগুলি মনের কথা বলে দিতে পারে, কয়েকটি করতে পারে পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা।
এই ধাঁধাটি অবশ্য তেমন কিছু নয়। ♏তবে এটি ক্রিকেটভক্তদের কাছে একটু স্পꦕেশাল। কেন? দেখে নেওয়া যাক। এটি এমনিতে দু’টি কচ্ছপের ছবি। তবে এর মধ্যেই নাকি রয়েছে একটি মুখ।
বেশির ভাগ অপটিক্যাল ইলিউশনই মজার জন্য তৈরি করা হয়। যে কোনও কিছুকেই অপটিক্যাল ইলিউশন বলে চালানো যায়। তা সে একটি আঁকা ছবি হোক, কিংবা ফটোগ্রাফ। যত ক্ষণ প🌱র্যন্ত তার মধ্যে কিছু বিষয় আছে, যা চট করে চোখে পড়ে না, তত ক্ষণ পর্যন্ত সেটিকে অপটিক্যাল 🍬ইলিউশন বলে চালানোই যায়।
(আরও পড়ুন: সকাল সকাল হোক নজর-পরীক্ষা! ভাল্লুকের ভিড়ে কিন্🌟তু একজন মানুষ, চিনতে পারলেন কি)
সকলের পর্যবেক্ষণ ক্ষমতা সমান হয় না। আর সেই কারণেই অপটিক্যাল ইলিউশন হয়ে ওঠে মজার। কেউ কেউ খুব সহজেই কোনও অপটিক্যাল ইলিউশনের সমাধান করে ফেলেন। কারও আবার লেগে যায়🦩 অনেকটা সময়। এবার দেখে নেওয়া যাক, এই ধাঁধাটি।
এটি একটি ফটোগ্রাফ। এখানে দু’টি কচ্ছপের ছবি রয়েছে। যেখানে তাদের অবয়বের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে একটি মানুষ। সেই মানুষটিকে খুঁজে পেতে হবে। তিনি দেশের অন্যতম জনপ্রি⛄য় ক্রিকেটার। আপনি কি🅺 খুঁজে পাবেন এর মধ্যে? ভালো করে দেখে নিন ছবিটি।
সোশ্যাল মিডিয়ায় এ🌟ই ছবিটি যিনি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন, এটি অত্যন্ত সহজ একটি ধাঁধা। যাঁদের পর্যবেক্ষণ মোটামুটি ভালো, তাঁরা ৫ সেকেন্ডের মধ্যেই এই ধাঁধাটির সমাধান করতে পারবেন। যাঁদের খুব🦂 ভালো নয়, তাঁরাও ১০ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন।
আপনি কি দেখতে পেলেন মানুষটিকে? যদি না পেয়ে থাকেনꦏ, তাহলে একটু হিন্ট দেওয়া যাক। যিনি এই ধাঁধাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁর দাবি, চোখ একটু বন্ধ করে দেখলেই দেখতে পাওয়া যাবে প্রাক্তন ক্রিকেটারকে। এবার দেখুন তো আপনি খুঁজে পাচ্ছেন কি না।
যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাকে বলে দেওয়া যাক, এই ক্রিকেটার আর কেউ নন, তিনি ꦯএমএস ধোনি। এবার দেখুন🥂 তো খুঁজে পাচ্ছেন কি না।