অস্ট্রেলিয়া সফর থেকে দেশের মাটিতে পা রেখেই প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের কাছে সপরিবারে গিয়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাটের সেই সাক্ষাতের ছবিও হয়েছিল ভাইরাল। এছাড়াও সদ্য অভিনেতা আশুতোষ রানাকেও দেখ🧜া যায় প্রেমানন্দ মহারাজের কাছে যেতে।
কে এই প্রেমানন্দ মহারাজ? উইকিপিডিয়ার তথ্য বলছে, রাধাবল্লভ গোষ্ঠী♐র সদস্য প্রেমানন্দ মহারাজ। তাঁর জন্ম উত্তর প্রদেশের কানপুরের কাছে এক গ্রামে। তথ্য এ🐎ও জানান দিচ্ছে যে তিনি ১৩ বছর বয়সে সংসার ছেড়ে সন্ন্যাসের রাস্তা নেন।
জীবনে নানান সময়ে নানান কঠিন পরিস্থিতির মোকাবিলায় কীভাবে চলা উচিত, তা নিয়ে বহু অনুপ্রেরণাদায়ক বক্তব্য রেখেছেন বৃন্দাবনের এই ধর্মগুরু। দেখে নেওয়া যাꦯক, প্রেমানন্দ মহারাজের ১০ অনুপ্রেরণামূলক বাণী।
প্রেমানন্দজির বাণী:-
১) কারোর ওপর রাগ হলে, তাঁর আমার জন্য কী করণীয় এটা না ভেবে, আমার ত🌜াঁর প꧑্রতি কী করণীয়, সেটা ভাবা যেতে পারে।
২) কে কী বলছে, তাতে মন না🐠 দিয়ে আমাকে নিজেকে শুধরে নিতেꦜ হবে, সেটাকে বেশি মনোনিবেশ প্রয়োজন।
৩) প্রভুকে বাস্তবিক মেনে, ত🎉াঁর জায়গায় আর কাউকে বসতে না দেওয়া উচিত, ꦐতাতেই সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে।
৪) কোনও ব্যক🀅্তি তোমাকে দুঃ🦩খ দেন না, তোমার কর্ম, ওই ব্যক্তি দ্বারা দুঃখের রূপে তোমার কাছে আসে।
৫)এই ভৌতিক সংসারে আপনাকে পাকড়াও করার শক্তি কারোর নেই, আপ🤪নি নিজেই প🃏াকড়াও করেন নিজেকে, আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তিও আপনার।
৬) রাগ থেকে আজ পর্যন্ত কারোর লাভ হয়নি। রাগ আপনার সমস্ত গুণ শেষ করে দেয়✨। তাই রাগ থেকে ♐দূরে থাকুন।
৭) বাবা মায়🅰ের থেকে বড় স্থান জীবনে কারোর হয়নꦬা। আপনি তাঁদের সেবায় যদি সফল হন, তাহলে সাফল্য আপনার দরজায় আসবে।
৮) সৎ প্রেম কেবল প্রভুর থেকেই প্রাপ্তিলাভ হয়।
৯) নিজেকে যদি শান্ত করতে হয়, যদি নিজেকে স্থির করতে হয়, তাহলে প্রভুর চরণে দৃঢ়তা পূর্বক আশ্রয় নিয়ে তাঁর 🌜নাম জপ করতে হবে।
১০) প্রভুর নামে যে♎ সামর্থ, শক্তি রয়েছে, তা কোনও তীর্থে, মহোৎসবে নেই।ඣ তাই প্রভুর নামেই ডুবে যাও।