ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি💦 হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়।
তবে মনের কথা বলা খুব সহজ কাজ নয়। নিজের মনেও সেই কথা জমিয়ে রাখলে মনের ভার বাড়ে। দেখা দেয় নানা সমস্যা। তাই মনের মানুষকে মনের কথা বলে দেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ। আর এই কাজে সবথেকে ভালো দিন হল প্রপোজ ডে। এই দিনটিতে দুনিয়ার বহু জায়গা জুড়ে মানুষ একে অপরকে প্রেম নিবেদন করেন। নাম শুনেই সবাই বুঝেই গিয়েছেন, এই দিনটা হল প্রেমের শুরুর দিন। অর্থাৎ আপনার প্রেম বার্তা গ্রহণ হলেই নতুন করে জন্ম নেয়ে একটি সম্পর্ক। 🌜ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিনে (৮ ফেব্রুয়ারি) এই এই প্রপোজ ডে পালিত হয়।
বিশেষজ্ঞরা বলেন, এই দিনটির যে কোনও প্রেমে গা ভাসানো মানুষের জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষত, যাঁদের প্রেম এখনও শুরু হয়নি তাঁদে🅺র ক্ষেত্রে দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আর যাঁরা ভালোবাসার বন্ধনে ইতিমধ্য়েই গিয়েছেন জড়িয়ে তাঁরাও এই দিনে নিজেদের ভালোবাসা ফের জাহির করতে পারেন।
- প্রপোজ ডে'র ইতিহাস
তবে জানেন এই দিনটির ইতিহাসের পাতায় এক মাহাত্ম্য রয়েছে। দিনটি পালনের পিছনে রয়েছে একটি সুন্দর ইতিহাস। সে ইতিহাসের গল্🃏প শুনতে হলে পিছিয়ে যেতে হয় ১৫ শতকের ইউরোপে। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান। এর অনেক পরে ১৮১৬ সালের আরে🐈কটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তাঁর হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে। ১৯ শতক থেকেই ইউরোপ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভ্যালেনটাইনস সপ্তাহের আগের এই বিশেষ দিন। দেখতে দেখতে এখন সময় গড়িয়েছে অনেকটাই। সারা বিশ্ব জুড়েই এখন এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ প্রেমিক প্রেমিকাদের কাছে।
ভ্যালেন্টাইন’স সপ্তাহেܫর দ্বিতীয় দিন আজ। প্রপোজ ডে। নিজের মনের কথা জানানোর দিন আজ। কিন্তু সেই একই ‘আই 🉐লভ ইউ’ বলে প্রেমের প্রস্তাব দেওয়া এখন একটু ক্লিশে।সকলেই চায় তার পছন্দের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেতে। তাহলে প্রপোজই বা একটু বিশেষ ভাবে করবেন না কেন? জেনে নিন কিছু স্পেশাল আইডিয়া।
সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু✃ হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইল-
- কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!
- পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে মিষ্টি, তুমি কি আমার হবে?
- এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।
- আমার সঙ্গে আজ থেকে সারাজীবন থেকে যাও! হ্যাপি প্রোপোজ ডে!
- হাই সুন্দরী, আমার ইচ্ছে তোমার সামনে ঝুঁকে প্রেম নিবেদন করি। আমার ভ্যালেন্টাইন হয়ে যাও!
- আমি চাই আমার সঙ্গে কেউ থাকুক, আমি চাই আমার পাশে কেউ থাকুক, আমি তোমার মতো কাউকেই চাই!
- তুমি কি গোটা জীবনের জন্য আমার হাত ধরে রাখতে পারবে? প্লিজ আমার হয়ে ওঠো!
- আজ হল প্রপোজ ডে! আমি চাই নিজের হৃদয় খুলে তোমার সামনে দেখাতে যে কতটা আমি তোমাকে ভালোবাসি! আমার সঙ্গেই গোটা জীবন থেকে যাও প্লিজ!
- প্রথম দেখা হওয়ার পর থেকেই তোমার জন্য মনে অনুভূতি বেড়েই যাচ্ছে। তাই আমি এই বন্ধনকে গোটা জীবনের জন্য পাকা ফেলতে চাই। হ্যাপি প্রপোজ ডে।
- আমার জীবন তোমায় ছাড়া অসম্পূর্ণ। আমার হাতটি ধরে জীবনকে পূর্ণ করে দাও প্লিজ!
- চলো একসঙ্গে এক আনন্দময় জীবন কাটাই! হ্যাপি প্রপোজ ডে।
- আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে এসেছি! বাকি জীবনটা আমার সঙ্গেই কাটিয়ে দাও।
- আমার ভালোবাসা, তোমার সঙ্গেই বাকি জীবনটা হেসেখেলে কাটিয়ে দিতে চাই। হ্যাপি প্রপোজ ডে!
আমাদের চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যারಌ সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায় কোনো ভয় থাকে🗹 না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিনে এমনটাই প্রত্যাশা।