ভারত গুটি গুটি পায়ে বহুদিন আগেই ডিজিটাল ইন্ডিয়া হওয়ার দৌড়ে নেমেছে। হয়েওছে অনেকটা। কিন্🅷তু তাই বলে এমন কিছু ভেবেছিলেন কী! মেহেন্দিতে কিউআর কোড!
আজ রাখি পূর্ণ🐼িমা। ভাই বোনের সম্পর্ককে আরও শক্তিশালী করার দিন। এদিন মূলত বোনেরা ভাইদের হাতে তাঁদের মঙ্গলার্থে রাখি পরিয়ে দেন। টিকা পরান। এবং উপহার বিনিময় চলে। এদিন ভাই তাঁর বোনকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন এই যেমন নগদ অর্থ, বা অন্যান্য গিফট। কিন্তু এটা তো এখন ডিজিটাল যুগ। ধরুন ভাই তাড়াহুড়ো করে কোনও গিফট আনল না আপনার জন্য, আবার এদিকে ক্যাশ নেই তখন? কেন ফোনে ফোন পে, গুগল পে এগুলো তো আছেই! তাই ইউপিআইয়ের মাধ্যমে যাতে ভাইয়ের থেকে টাকা নেওয়া যায়, কোনও ছুঁতোতেই যাতে রাখি গিফট না মিস হয় তার জন্য হাতেই কিউআর কোড দেওয়া মেহেন্দি পরে নিন! আর সম্প্রতি এ হেন আইডিয়া রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
অবাঙালিদের মধ্যে রাখি উপলক্ষ্যে মেহেন্দি পরার রীতি আছে, আর সেই রীতিকেই নাহয় এবার ভালো ไকাজে ব্যবহার করা যাক!
সম্প্রতি টুইটারে এক ব্যক্তি এই কিউআর কোড ꦕমেহেন্দির একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। এখন হাত স্ক্য💃ান করলেই ব্যাংকে টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন: ভাই বা বোন ভীষণ ঘুরতে ভালোꦗবাসেন? রাখিতে উপহার হিসেবে দিন এই জিনিসগুলি
সেই ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন 'ভারত ডিজিটাল ইন্ডিয়ার একেবারে চরম সীমায় পৌছে গিয়েছে।' অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এটা কি সত্যি নাকি এডিটেꦗড? যদি সত্যি হয় তাহলে মেহেন্দি আর𒁏্টিস্টকে কুর্নিশ।' কেউ লেখেন, 'আর বাহ! দারুণ আইডিয়া তো!' মোদ্দা কথা সোশ্যাল মিডিয়ায় এই গোটা বিষয়টা যে সকলের বেশ মনে ধরেছে সেটা বলাই বাহুল্য।
ইতিমধ্যেই এই ভিডিয়ো ৪৫ হাজ💙ারের বেশি ভ♋িউজ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই আইডিয়া।