বুধবার চাঁদ দেখা গেল বাংলাদেশের আকাশে। তাই বৃহস্পতিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে না পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মে পবিত্র রমজান মাস শুরুর জন্য আরও একটি দিন অ🌳পেক্ষা করতে হবে। আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা রাখতে শুরু করবে♔ন বাংলাদেশের ইসলাম সম্প্রদায়ের মানুষরা। তবে বাংলাদেশের কয়েকটি অংশের মানুষ বৃহস্পতিবার থেকেই রোজা রাখতে শুরু করবেন। কারণ ওই জায়গাগুলিতে সৌদি আরবের নিয়ম মেনে রোজা পালন করা হয়। উদযাপন করা হয় পবিত্র ইদও।
সন্ধ্য়ায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী তথা জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ꦗইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠকের শেষে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, সব বিভাগীয় ও জেলা কার্যালয় এবং সব জেলা প্রশাসন থেকে যা খবর পাওয়া গিয়েছে, তাতে বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামিকাল (বৃহস্পতিবার) শাবান মাস শেষ হবে। শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
আরও পড়ুন: Ramzan 2023 Date and Timing 𝕴in India: দেখা ⛦গেল না রমজানের চাঁদ, পরশু থেকেই রোজা রাখা হবে
শাবান মাসের শেষদিনের রীতি
বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে এশার নমাজ পাঠ করা হবে। তারপর শুরু করে তারাবি নমাজ। ভোররাতে সেহরি করবেন মুসলিমরা। তারপর দিনভর পবিত্র রমজানের মাসে প্রথম রোজা রাখবেন। বিকেলে ইফতার করবেন। প্রথম দিন বাংলাদেশের রাজধানী ঢাকায় সেহরির সময় হল ভোর ৪ টে ৩৯ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী)। ইফতারের সময় হল সন্ধ্যা ৬ টা ১৪ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী)। তারপর আগামী ১৮ এপ্রিল রাতে (যা পবিত্♑র রমজান মাসের ২৬ তম রাত) পালিত হবে শবে কদর (পবিত্র লাইলাতুল) কদর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )