বর্তমান সময়ের দ্রুত পাল্টাতে থাকা জীবনযাত্রার কারণে শরীরে দেখা দিচ্ছে নানা জটিল সমস্যা। পিত্তথলিতেবা গলব্লাডারে পাথর জমা সেই সমস্যাগুলির অন্যতম। বিভিন্ন বয়সের মানুষই এই সমস্যায় ভুগছেন। এই সমস্যা থেকে প্রতিকার পেতে হলে শুরু থেক🐻ে সাবধানতা অবলম্বনই একমাত্র উপায়।
সাধারণত পেটে ব্যথা থেকে শুরু হয় গলব্লাডারে পাথর জমার উপসর্গ। পরীক্ষা করানোর আগেই তাই টের পাওয়া যায় গলব্লাডারে পাথর হয়েছে কি না। এছাড়া গলব্লাডারে পাথর জমার কারণগুলি জানা থাকলেও সাবধান হওয়া যায়। (আরও পড়ুন: বাড়ির পাশে ঝ🔴োপে পড়ে থাকে এই গাছ! কিন্তু এটিই পারে অন্তত ৩০০ রোগ সারাতে)
গলব্লাডারে পাথর জমার থেকে বাঁচতে কোন বিষয়ে বিষয়ে সচেতন হবে? রইল কয়েকটি পরামর্শ। (আরও পড়ুন: মাছ ൲খেতে ভালোবাসেন? তবে সব মাছ আপনার জন্য ভালো নয়, জেনে নিন কোন মাছ এড়িয়ে যাবেন)
গলব্লাডারে পাথর হওয়া সম্পর্কে কোন কোন বিষয় মনে রাখতেই হবে?
১) মহি𒆙লাদের গলব্লাডারে পাথর হয় সব থেকে বেশি। সাধারণত মহিলারা বেশি ক্ষণ খালি পেটে থাকেন। তার ফলে এই সমস্যা হয়।
২) ৪০ বছর বয়সের পরে গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা বাড়তে প💦ারে। তাই এই সময় বেশি করে জল 🔯খাওয়া এবং সাবধানে থাকা উচিত।
৩) পরি🐲বারে কারও যদ🔴ি এই সমস্যা থেকে থাকে,তাঁদের ক্ষেত্রে এই গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
৪🍬) ওজনে হঠাৎ পরিবর্তন হলে, গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
৫) ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন যাঁরা,তাঁদের ক্༺ষেত্রেও গলব্লাডারে সমস্যা বেশি দেখা যায়। সেখান থেকেই পরবর্তীতে পাথর হতে দেখা যা♐য়।