প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী🎶র উপস্থিতিতে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। কলকাতা তথা গোটা রাজ্যেও সেই উৎসবের জোয়ার দেখা যাচ্ছে। এই আবহে ২০২৩ সালের সন্তোষ মিত্র স্কোয়ারের প🐽ুজো মণ্ডপের কথা অনেকেরই মনে পড়ছে। এবার তাদের থিম কী হবে, তা নিয়ে এখন থেকেই কৌতূহল রয়েছে।
২০২৩ সালের দুর্গাপূজ🃏ায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের থিম ছিল অযোধ্যর রাম মন্দির। এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপের নির্মাণশৈলী ও আলোকসজ্জা ছিল অসাধারণ। এ🐬ককথায় দর্শনার্থীরা মণ্ডপ দেখে মুগ্ধ হয়েছিলেন। অনেকে বলতে শুরু করেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতাবাসীরা রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে পেয়েছেন।
রাম ম𓂃ন্দির প্রতিষ্ঠার পর, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। কারণ এই কমিটিটি প্রতি বছরই সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে তাদের পুজোর থিম নির্ধারণ করে। গত বছর তারা রাম মন্দিরকে কেন্দ্র করে তাদের পুজোর থিম তৈরি করেছিল। তাই এবার ত🔯ারা কি আবারও কোনও মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করবে, নাকি অন্য কোনও চমক দেখাবে, তা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।
এই কমিটির উদ্যোক্তা সজল ঘোষ জানান, তারা প্রতি বছরই সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে তাদের ๊পুজোর থিম নির্ধারণ করে। তাই এবার তারাও কোনও সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে তাদের পুজোর থিম নি꧟র্ধারণ করবেন। তবে এখনও তারা কোনও সিদ্ধান্ত নেননি।
এই প্রসঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম কর্ণধার তথা বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'আমরা যেটা করি, প্রতিবারেই সাম্প্রতিক বিষয়ের (কারেন্ট টপিক) ওপর কাজ করি। আমরা গতবার যেমন মন্দিরের ওপরে করেছিলাম, তার আগেরবার আমরা দেশাত্মবোধের ওপরে করেছ𒆙িলাম, দেশপ্রেমের ওপরে করেছিলাম, স্বাধীনতার অমৃত মহোৎসব করেছি। বেশিরভাগ সময়েই আমরা সাম্প্রতিক বিষয়ের ওপরেই করি। দেখা যাক♏ এবার কী করা যায়!' সেক্ষেত্রে নিজেদের পুজোর থিম বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের আসল ভাবনা কী থাকে, সেটা একপ্রকার স্পষ্টই করে দিয়েছেন সজল ঘোষ। এখন দেখার বাস্তবেই এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ফুটে ওঠে কোন থিম।'