দক্ষিণ আফ্রিকার বꦜন্য প্রাণীরা সিংহের থেকে মানুষকেই বেশি ভয় পায়। সিংহরা সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে শক্তিশালী শিকারী হলেও, বন্যদের কাছে মানুষই বেশি ভয়ানক। সাম্প্রতিক আফ্রিকান সাভানার প্রাণীরা মানুষ এবং সিংহের মধ্যে কাকে বেশি ভꦇয় পায়, তা নিয়ে একটি গবেষণায় দেখা গিয়েছে এমনটাই।
আরও পড়ুন: (Ayurveda Tips: অগস্ত্য গাছ বাড়িতে থাꦰকলে বিশাল উপকার, কোন কোন রোগ সারাতে কাজে লাগে জাꦦনেন কি)
গবেষণায় প্রকাশ্যে ভয়াবহ তথ্য
কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জীববিজ্ঞানী মাইকেল ক্লিনচি এবং লিয়ানা ওয়াই জ্যানেট এই গবেষণা করেছেন। ক্লিনচি দেখেꩲছেন, খিদে বা রোগের প্রকোপ কাটিয়ে জীবন বাঁচাত♊ে পারলেও, প্রাণীদের জন্য শিকারীর হাত থেকে প্রাণ নিয়ে পালানো সম্ভব হয়ে ওঠে না। যেহেতু জঙ্গলে সিংহরা সবচেয়ে বড় শিকারী, তাই তারা যে বন্যদের মধ্যে সবচেয়ে বেশি ভয় জাগাবে এটাই স্বাভাবিক।
কিন্তু এ ক্ষেত্রে ঘটেছে উল্টো❀টা। বিভিন্ন বন্য প্রাণীদের কানে বিভিন্ন শব্দ পৌঁছে দিয়ে, তাদের প্রতিক্রিয়ায় বেরিয়ে এসেছে বড় তথ্য। ১০,০০০ টিরও বেশি রেকর্ডিং অধ্যয়ন করার পরে, গবেষকরা আশ্চর্যজনক কিছু খুঁজে পেয়েছেন। দেখা গিয়েছে, ৯৫ শতাংশ প্রাণী সিংহের গর্জনের চেয়ে মানুষের শব্দকে অনেক বেশি ভয় পায়। এই প্রাণীরা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে অভ্যস্ত হয়নি। এমনকি এমন জায়গায় যেখানে তাদের হত্যা করা হয় না, সেখানকার প্রাণীরাও মানুষকেই ভয় পায়। মানুষের প্রতি তাদের ভয় যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বড় বিষয় হল, গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কে গবেষণাটি করা হয়েছে। বহু সংখ্যক সিংহ রয়েছে এই পার্কে। সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানকার প্রাণীরা সিংহের বদলে মানুষকে ভয় পেয়েছে। গবেষকরা গবেষণার জন্য জলাশয়ের কাছে গিয়ে মানুষের শব্দ এবং সিংহের গর্জন সহ বিভিন্ন শব্দ বাজিয়েছিলেন। আর, তখনই পার্কে সিংহের উপস্থিতি সত্ত্বেও, প্ওরাণীরা ক্রমাগত মানুষের শব্দের প্রতি আরও জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ইঙ্গিত করে যে মানুষকেই প্রাণীরা, তাদের জীবনের জন্য হুমকি বলে মনে করছে।
আরও পড়ুন: (He♒alth Tips: 🌟হলুদ দুধ সবার জন্য উপকারী নয়, এই ৫ ধরনের মানুষের অবশ্যই এড়িয়ে চলা উচিত)
এদিন, কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সংরক্ষণ জীববিজ্ঞানী লিয়ানা ওয়াই জ🏅্যানেট এ প্রসঙ্গে বলেছেন, সাভানা জুড়ে প্রাণীরা যেভাবে মানুষের প্রতি ভয়ের প্রতিক্রিয়া দেখিয়েছে, তা দেখে এটা স্পষ্ট যে মানুষ পরিবেশকে ঠিক কতটা প্রভাবিত🏅 করে। এই বন্য প্রাণীরা, অন্যান্যদের শিকারী পশুদের তুলনায়, মানুষের হাতে মৃত্যুকেই সবচেয়ে বেশি ভয় পায়।