এবার থেকে গর্ভবতী অবস্থায় টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগের পরীক্ষা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। গর্ভধারণের পর যারাই সলকারি হাসপাতালে পরীক্ষানিরীক্ষার জন্য আসবেন, তাঁদের এই পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, একজন গর্ভবতী মহিলার শরীরে টিবি রোগের ব্যাকটেরিয়া আছে কিনা তা আগে থেকেই পরীক্ষা করা হবে। এর পিছনে একটি গুরুতর কারণ রয়েছে। 🃏গর্ভাবস্থায় মায়ের শরীরে টিবি ব্যাকটেরিয়া থাকলে তা ভ্রুণের শরীরে চলে যেতে পারে। এর ফলে সদ্যজাত শিশুর টিবি হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। সেই আশঙ্কা এড়াতেই এবার আগে থেকে পরীক্ষা করে নিশ্চিত হওয়া বাধ্যতামূলক করা হল।
আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা
আরও পড়ুন: দাঁতের সমস্যায় ভুগছেন? শুধু নিয়ম মেনে জল খেয়েই কমাতে পারেন এই সমস্যা
এই সংক্রান্ত একটি নির্দেশিকা সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশ করা হয়েছে﷽। বেসরকারি হাসপাতালগুলিকেও একই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের কথায়, টিবি ব্যাকটেরিয়া শিশুর উপর গুরুতর প্রভাব ফেলে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণছর ফলে গর্ভপাত হতে পারে। সময়ের আগে ডেলিভারি বা শিশুর কম ওজনের মতো সমস্যাও হতে পারে। শুধু তাই ধয়, টিবি ব্যাকটেরিয়ার কারণে গর্ভবতী মায়েদের মৃত্যুর আশঙ্কা ও মৃত্যুর হারও বেশি। সেই সব বিপদ এড়াতেই আগে সতর্ক হওয়ার পথ বেছে নিচ্ছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন
আরও পড়ুন: কলার খোসাই দূর করবে ব্রণ, কোন জাদুতে মুশকিল আসান? রইল সেরা টোটকার হদিশ
এক স্বাস্থ্য আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, জাতীয় নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। পশ্চিমবঙ্গে টিবি রোগের হার কেমন? পরিসংখ্যান বলছে, প্রতি এক লাখ জনসংখ্যার মধ্যে ১৭৯ জন টিবিতে আক্রান্ত। সেই তুলনায় ভারতের গড় হিসেব প্রতি এক লাখে ৩১২। গর্ভবতী মহিলাদের টিবি রয়েছে কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য নেই। এর একটা কারণ এই যে আগে কখনও গর্ভাবস্থায় এই রোগের পরীক্ষার ব্যবস্থা ছিল না। তবে ভারতে প্রতি চারজনের মায়ের মধ্যে একজন অপুষ্টিতে ভোগেন। ফলꦺে টিবি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। নয়া চালু হওয়া পদ্ধতিতে সেই আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক