গরমের দিনে সবজি ফ্রিজের ব🐬াইরে রাখলেই তা পচন ধরার সম্ভবানা থাকে। এদিকে, ফ্রিজে থেকেও অনেক সময় খেয়ালের অভাবে সবজি পচে যায়। গ্যাঁটের কড়ি খরচ করে কেনা সবজিপাতি এভাবে নষ্ট হতে দেখতে কারইবা ভালো লাগে? এদিকে, আ♏বার অনেক সময় সপ্তাহে একদিন কিম্বা ২ দিন বাজারে গেলে সব সময় বেশি জিনিস কেনা হয়ে যায়। ফলে সবজি সেভাবে তাজা থাকেনা যেমন, তেমনই কিছু সবজি পচেও যায় বেশিদিন অযত্নে থাকলে। যাবেন কোথায়? জ্বালা অনেক!
রো𒉰জের রান্নায় লঙ্কা লাগেই। আর লঙ্কা ফ্রিজের বাইরে রাখলেই শুকিয়ে যাওয়ার পথে যায়, ফ্রিজে রাখলে অনেক সময়ই দীর্ঘদিন পরে পচে যায় স্বাভাবিক নিয়মে। এই অবস্থায় কয়েকটি উপায় জানলে, লঙ্কা দীর্ঘদিন তাজা রাখতে পারবেন। একসঙ্গে অনেকটা লঙ্কা যদি কোনও সময় কিনেও ফেলেন, তাহলেও টেনশন করবেন না! লঙ্কা সংরক্ষণ করার উপায় দেওয়া রইল।
বক্সে কীভাবে রাখবেন- একটি বক্স নিন। তাতে রাখুন শুকনো টিস্যু পেপার। এরপর লঙ্কাগ💙ুলি ঢেলে নিন। তাতে রাখুন একটি রসুন। এরপর এয়ারটাইব বক্স বন্ধ করে দিন। তবে খেয়াল রাখতে হবে, যে লঙ্ক🎃াগুলি রাখলেন, তাতে যেন জল না থাকে। জল থাকলে আর দেখতে হবে না! লঙ্কা যাবে নষ্ট হয়ে।
ফ্রিজে রাখলে কী করতে হবে- খোলা ভাবে লঙ্কা ফ্রিজে রাখবেন না। তাহলে📖ই তা নষ🐠্ট হবে। বাড়িতে টিস্যুপেপার না থাকলেএ, খবরের কাগজে মুড়ে একটি বক্সে লঙ্কা রেখে দিন। তাতে কিছুদিন লঙ্কা ভালো থাকবে।
বোঁটা- লঙ্কার বোঁটা ছাড়িয়ে নিলে আর চিন্তা নেই।ꦗ লঙ্কায় বোঁটা থাকলে পচে যায় তাড়াতাড়ি। তাই অনেক দিন লঙ্কা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই বোঁটা কেটে ফেলে দিতে হবে। তারপর সেই লঙ্কাগুলিকে সংরক্ষণ করতে পারেন।
অ্যালুমিনিয়াম ফয়েল- এছাড়াও বোঁটা ছ👍াড়িয়ে লঙ্কাকে অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। বহুদিন ধরে লঙ্কা থাকবে সতেজ।
ভ্যাপসা গরমে ও বিশেষত বৃষ্টি টানা চললেই লঙ্কা পচে যাওয়ার দ🧔িকে যায়। সেই অবস্থা থেকে গ্যাঁটের কড়ি খরচ করে কেনা লঙ্কাকে তাজা রাখতে এই সহজ উপায়গুলি অবলম্বন করতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে পারেন। তাতে ভালো থাকবে এই লঙ্কা।