আমেরিকা🌸ক কানেক্টিকাট শহরের এক ক্যানসার রোগী কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করলেন। তিনি প্রায় ৪৭১ দিন শরীরে কোভিডের সংক্রমণ নিয়ে জীবিত আছেন। কিছুদিন আগে জানা গিয়েছিল ইংল্যান্ডের এক ব্যক্তি যিনি নানা উপসর্গ থাকা সত্বেও প্রায় ৫০৫ দিন কোভিডের সংক্রমণ শরীরে বহন করে জীবিত ছিলেন। আমেরিকার ইয়েল ও নর্থ ক্যারোলিনা বিꦿশ্ববিদ্যালয়ের গবেষকরা এই রোগীকে পর্যবেক্ষণ করেছেন। তাঁরা বলেছেন এই রোগীর ইমিউনিটি সিস্টেম ক্যানসার রোগের জন্য খুবই দুর্বল। যার ফলে ওই ব্যক্তি ডেল্টা বা ওমিক্রনের মতো ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। দেখা গিয়েছে, ওই ক্যানসার রোগীর রক্তে প্রায় তিন ধরনের করোনার প্রজাতি পাওয়া গিয়েছে।
গবেষকদলের 👍এক সদস্য বলেছেন, এই তিন প্রজাতি যদি বৃহত্তর জনগোষ্ঠীতে সংক্রমণ ঘটায়, তবে সেগুলি করোনার আলাদা আলাদা প্রকরণ হিসাবে চিহ্নিত হবে।&꧃nbsp;
ওই গবেষক বলেছেন, কোভিড সংক্🦩রমণ একাধিক বার হলে, নতুন প্রজাতির করোনা ভাইরাসের উদ্ভব ঘটার সম্ভাবনা থাকে। যা ভ♒বিষ্যতে করোনা আবার করোনা অতিমারী ঘটাতে পারে। ওমিক্রনের দুইটি উপপ্রজাতি BA.1 ও BA.2 সেই কথাই প্রমাণ করে।
বৈজ্ঞানিকরܫা দীর🎃্ঘদিন ধরেই বলে আসছেন, দুর্বল ইমিউনিটির ব্যক্তিদের থেকেই নতুন করোনার প্রকরণের সৃষ্টি হয়।
ষꦓাটোর্ধ ক্যানসার আক্রান্ত ওই ব্যক্তি করোনার B.1.517-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত। ২০১৯ সালে তাঁর cell transplant হয়। ২০২০ সালের নভেম্বর মাসে তিনি আবার ক্যানসার আক্রান্ত হন।
গবেষকরা ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ বার তাঁর নমুনা পরীক্ষা করেন। এই গবেষণা থেকে গবেষকরা সিদ্ধান্তে এসেছেন, এই ধরনের রোগীদের শরীরে করোনা সংক্রমণ সাধারণ ﷽রোগীর থেকে দ্বিগুণ হারে বৃদ্💖ধি পায়।