Valentines Day 2025: রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে। এই দিন প্রেমিক প্রেমিকারা নিজেদের মধ্যে একান্তে সময় কাটান। পরস্পরকে উপহার দিয়ে থাকেন। দিনট♚ির জন্য দীর্ঘ অপেক্ষাও করেন অনেকে। কিন্তু ভ্যালেনটাইনস ডে-র দিন অনেকেই উপহার কিনে উঠতে পারেন 🌺না। কারওর সামর্থ্য থাকে না, কারওর বা অন্য কোনও সমস্যা থাকে। তাই বলে কি দিনটি নিষ্প্রভ হয়ে যাবে? ভ্যালেনটাইনস ডে-র দিন খুব দামি উপহার না কিনেও খুশি করা যায় প্রিয়জনকে। তেমনই কিছু টিপস রইল এই প্রতিবেদনে।
আরও পড়ুন - Kissi🍒ng Etiquettes: যেমন ইচ্ছে চুুমু খেলেই হয় না! এটিকেট মেনে কিস করলে অটুট থাকবে ইমপ্রেশন
আরও পড়ুন - Kiss Day 2025: প্রিয়জনের 𓂃কোথায় চুমু খেলে গভীর হয় সম্পর্ক? চুম্বনের কায়দাই ঠিক করে দেয়ཧ অনেককিছু
ভ্যালেনটাইনস ডে-র বিশেষ উপহার (Valentines Day 2025 Gifts)
- গোলাপ - প্রেম নিবেদনের সেরা উপায় গোলাপ উপহার দেওয়া। তাই ভ্যালেনটাইনস ডে-র দিন কোনও উপহার কিনতে না পারলে একটি ফুলই কিনে তাঁর হাতে দিতে পারেন। ফুলের মাধ্যমে যতটা গভীর ভালোবাসা প্রকাশ করা যায়, ততটা কী আর অন্য উপহারে সম্ভব?
- চকোলেট - উপহার হিসেবে চকোলেট পেতে অনেকেই ভালোবাসেন। তাই কিছুই কেনা না হয়ে থাকলে একটি চকোলেটের প্যাকেট কিনতে পারেন। চকোলেটেই মধুর হয়ে উঠবে আপনাদের ভ্যালেনটাইনস ডে।
আরও পড়ুন - প🎐্রিয়জনকে কেন ভ্যালেনটাইন বলে ডাকা হয়? এক প্রেমিকের চিঠি থেকেই শুরু এই রীতির
আরও পড়ুন - মধ্যযুগে উদযাপিত হয় প্রথম ভ্🃏যালেনটাইনস ডে! কারা করেন? কীভাব♓ে হয়েছিল উদযাপন
- হ্যান্ডক্রাফ্ট বা কোনও শিল্প উপহার - বোটল আর্ট করতে পারদর্শী? অথবা ছবি আঁকতে, পুতুল বা ছোট ছোট আর্টিস্টিক জিনিস বানাতে, গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে? ভ্যালেনটাইনস ডে-র দিন তবে আপনার সেই গুণই উপহার হয়ে উঠুক প্রিয়জনের। প্রিয়জনের জন্য বিশেষভাবে বানাতে পারেন প্রেমের চিহ্ন থাকা এমন কিছু। অথবা একান্ত প্রেমের গান বা কবিতা তাঁর জন্য রেকর্ড করে শোনান।
- প্রিয় পদ রাঁধুন - উপহার কিনতে পারেননি বলে মনখারাপের কোনও কারণ নেই। প্রিয়জনের জন্য প্রিয় একটি পদ তো রেঁধে ফেলতেই পারেন এই দিন। ভ্যালেনটাইনস ডে-র দিন দেখা করার আগে রেঁধে নিয়ে যান সেই পদ। দেখবেন প্রিয়জন এমনিই খুশি হয়ে যাবে।