Valentine's Week Full List 2022: শুরু হয়েছে প্রেমের সপ্তাহ, জেনে নিন সপ্তাহের কোন দিনটিকে কী বলে Updated: 07 Feb 2022, 06:36 PM IST Suman Roy Share ৭ ফেব্রুয়ারি Rose Day, আর ১৪ ফেব্রুয়ারি Valentine's Day। বাকি দিনগুলিকে কী বলা হয়, জানেন? 1/9সন্ত ভ্যালেটাইনের কারণেই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেনটাইন দিবস হিসাবে পালন করা হয়। একথা অনেকেই জানেন। কিন্তু একথাও সত্যি, আদি যুগে যেভাবে এই দিনটি পালন করা হত, এখন তা নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে দিনটি উদ্যাপেনর ধরন। এখন গোটা সপ্তাহ জুড়েই পালন করা হয় ভ্যালেনটাইন উইক। প্রতিটি দিনেরও আলাদা আলাদা নাম রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী। 2/9৭ ফেব্রুয়ারি (Rose Day): প্রেমের কথা জানানোর প্রথম দিন। লাল রঙের মানেই হল গভীর প্রেম। তাই লাল গোলাপ দিয়েই শুরু এই প্রেমের সপ্তাহ। যদিও লাল ছাড়া অন্য রঙের গোলাপের অন্য মানে আছে। 3/9৮ ফেব্রুয়ারি (Propose Day): এদিন আর গোলাপের মাধ্যমে মনের কথা বলা নয়। সোজাসুজি প্রেমের কথা জানানোর দিন। 4/9৯ ফেব্রুয়ারি (Chocolate Day): এদিন প্রথমত সব তিক্ততা ভুলে গিয়ে চকোলেট দিয়ে মুখমিষ্টি করার দিন। আর এদিন প্রেমের মানুষটিকেও চকোলেট উপহার দেওয়ার দিন। 5/9১০ ফেব্রুয়ারি (Teddy Day): এদিন শুধু মুখমিষ্টি নয়, তার সঙ্গে অন্য উপহার পাওয়ারও দিন। প্রেমের মানুষটিকে টেডি বিয়ার দেওয়ার দিন। 6/9১১ ফেব্রুয়ারি (Promise Day): এদিন প্রেমের প্রতিশ্রুতি দেওয়ার পালা। এদিনের কথা সম্পর্ককে আরও জোরদার করে। 7/9১২ ফেব্রুয়ারি (Hug Day): এটি গলা জড়ানোর দিন। প্রেমের সম্পর্ক এত দিনে বেশ পেকে উঠেছে। আর সেটা বোঝাতেই আলিঙ্গনের মাধ্যমে পরস্পরের সঙ্গে থাকার অঙ্গীকারের দিন এটি। 8/9১৩ ফেব্রুয়ারি (Kiss Day): গোটা সপ্তাহ জুড়ে একটু একটু করে জমে উঠেছে প্রেম। ভ্যালেনটাইন ডে’র ঠিক আগের দিনটি প্রথম চুমুর দিন। 9/9১৪ ফেব্রুয়ারি (Valentine's Day): সপ্তাহের শেষ। কিন্তু প্রেমের পথচলা শুরু। এদিনটি প্রেমিক-প্রেমিকারা একসঙ্গে কাটান। দারুণভাবে দিনটি উদ্যাপন করেন। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি