সমুদ্র বললেই আপনার মাথায় আসে দীঘা-পুরী-মন্দারমনি? ওড়িশার এই বিচের নাম হয়তো আপনিও শুনেছেন, তবে কখনও যাওয়া হয়নি। ভিড় ভাট্টা অনেক কম, বিচটাও খুব পরিষ্কার। আর এখানে সমুদ্🌌র পুরীর মতোই নীল, তবে জল আরও স্বচ্ছ। আজ চলুন আপনাদের গোপালপুর ঘ൲ুরতে যাওয়ার তথ্য দেব।
ওড়িশার 🌃গঞ্জাম জেলায় অবস্থিত গোপালপুর বিচ। পুরী থেকে দূরত্ব ১৭১ কিলোমিটার। ♋গাড়িতে সময় লাগে চার ঘণ্টার মতো। তবে সরাসরি ট্রেনে চলে যেতে পারেন গোপালপুর। নিকটবর্তী স্টেশন বেরহামপুর।
আপনি যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে গোপালপুর আপনার ভালো লাগবেই। নির্জনে সময় কাটান🦋োর এটা সেরা জায়গা। সমুদ্রের সামনে বসে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে নিজেই বুঝতে পারবেন না। আর সঙ্গে বাজেট বেশি থাকলে নিয়ে সমুদ্রমুখী কোনও হোটেল। তাহলে ঘোরার আনন্দ আরও কয়েক ধাপ বেড়ে যꦓাবে। বিশেষ করে এই বর্ষায়। ঘরে বসেই মজা নিতে পারবেন উত্তাল সমুদ্রের
কী দেখবেন:
গোপালপুরের প্রধান আকর্ষণ কিন্তু সমুদ্র। তাই সেখানেই বেশি সময় কাটান। পায়ে পায়ে দেখে নিন বিচের ধারে বসা দোকান। যেখানে পেয়ে যাবেন ঝিনুক দিয়ে তৈরি গয়না, ঘর সাজানোর জিনিস। অবশ্য সাইটসিং করার জায়গাও পেয়ে যাবেন। রয়েছে নির্মল ঝোরা, নারায়নী মন্দির। আরও পড়ুন: সপ্তাহের শেষে টানা তিন দিন ছুটি! হাতে হ🎃াজার ৫ থাকলেই ঘুরে আসুন এই জায়💧গাগুলি থেকে
১ ঘণ্টা দূরে রয়েছে ভার্জিন বিচ সোনাপুরে। ওড়িশার সবচেয়ে সুন্দর বিচ বললেও ভুল বলা হয় না। কাছের মানুষদের সঙ্গে যারা একান্তে সময় কাটাতে চান তাঁদের জন্য এই বিচ আদর্শ। সকাল সকাল গোপালপুর থেকে চলে আসলে এখানে গোটা দিন কাটিয়ে ন🐷িতে পারেন।
চলে যেতে পারেন সোজা রম্ভায়। চিলকা লেকে ঢোকার এটি আরেকটা পথ। এখান থেকে নিতে পারেন চিলকার গাইডেড ট্যুর। স্পিড বোটে করে ঘুরে নিতে পারেন চিলকার পান্না সবুজ জলের মাঝে। কাছেই বারকুল। সেখান থেকে বোটে করে কালিজয়ী মন্দির, সি মাউথ, নলবন যাওয়া যায়। আরও পড়ুন: ১৫ অগস্টের ছ♔ুটিতে চলু💙ন ঝিলিমিলি! শাল-শিমুলের জঙ্গলে বৃষ্টির মজা নিন ট্রি-হাউজে
বিকেল বিকেল চলে যান টামপারা লেক। যদিও এটা𒉰 প্রাকৃতিক নয়, মানুষের হাতে তৈরি। তবে এখান থেকে সূর্যাস্ত খুব মায়াবী। তাই গোপালপুর এলে মিস করবেন না। এই লেকেও বোটিং করার সুবিধে রয়েছে।
কীভাবে যাবেন:
আকাশপথে যেতে হলে আপনাকে বিমান নিতে হবে ভুবনেশ্বরের। সেখান থেকে গাড়িতে সোজা গোপালপুর। সময় লাগে সাড়ে তিন ঘণ্টা মতো। ট্রেনে আসতে হলে চলে আসুন বেরহামপুর স্টেশনে। হাওড়া থেকে যেসব ট্রেন চেন্নাই, ব্যাঙ্গালুরু বা♎ হায়দ্রাবাদ যাচ্ছে সেগুলো সবই বেরহামপুরে আসে। রয়েছে ফলকনা🔜মা এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের মতো ট্রেন। তবে সবচেয়ে ভালো হল চেন্নাই মেল আর অমরাবতী এক্সেপ্রেস। কারণ এগুলো রাতে হাওড়া থেকে ছেড়ে সকালে পৌঁছে দেয় বেরহামপুর। সেখান থেকে গোপালপুরের দূরত্ব মাত্র ৩০ কিমি। চাইলে পুরী থেকেও গাড়ি ভাড়া করে চলে আসা যায় এখানে। অনেকে অবার দাড়িংবাড়ি ঘুরে নামার সময় দেখে নেন গোপালপুর।