Weight Loss Journey: এক বছরে ৩৪ কেজি ওয়েট লস। অর্থাৎ প্রতি মাসে অন্তত দুই কেজি করে ওজন কমালেন ফুড ব্লগার রকি সিং। নিজের ওয়েট লস জার্নির এই গল্পই তিনি ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা🥂ও তাতে প্রতিক্রিয়া জানিয়েছে। ওজন কতটা কমিয়েছেন, তার প্রমাণ হিসেবে পোস্ট করেছেন একটি টি শার্ট পরে তোলা দুটি ছবি। একটি ছবি এক বছর আগে তোলা। অন্য ছবিটি এক বছর পরে। ছবি দুটির মধ্যে তফাতই বলে দিচ্ছে কতটা বদল হয়েছে রকি সিংয়ের চেহারায়।
৪৩ কেজি ওজন কমানোর লক্ষ্য
৩৪ কেজি ওজন কমালেও আরও ৯ কেজি ওজন কমানো বাকি রয়েছে। টুইটারে তাঁর পোস্টে এমনটাই লেখেন রকি সিং। অর্থাৎ মোট ৪৩ কেজি ওজন কমা💝নোর লক্ষ্য নিয়েছেন তিনি।🦋 তাঁর কথায়, ওজন কমানোর পর ঝুলে যাওয়া ত্বকও ‘ঠিক’ করতে হবে।
আরও পড়ুন - বাগানেই চাষ করুন মাখনা, ফলন হবে সেরা! জান🌼ুন ছোট জায়গায় চাষের কায়দা
ওজেম্পিক খেয়েই ঝরল বিপুল ওজন?
রকি সিংয়ের ওজন কমানোর এই পোস্ট দেখে বহু নেটিজেনই প্রশংসা করেছেন। অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রচেষ্টাকে। এর মধ্যেই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করে বসেন কমেন্ট সেকশনে — ওজেম্পিক (ওজন কমানোর ওষুধ) ছাড়়াই কি এতটা ওজন ঝরিয়ে ফেললেন ꦚতিনি? এর উত্তরে প্রথমেই রকি সিং বলেন, ধন্যবাদ প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য। সাধারণত লোকে ধরেই নেয় এতটা ওজন ওষুধ দিয়েই কমান সকলে। মানুষে♓র চেষ্টা ও পরিশ্রমকে ছোট করেন। তাও ভালো, আপনি আমাকে অন্তত এমনটা না বলে প্রশ্ন করেছেন। এর পর প্রশ্নের উত্তরে রকি সিং বলেন, তিনি কোনওরকম ওষুধ ব্যবহার করেননি। ওষুধ ছাড়াই ওজন কমিয়েছেন এতটা।
আরও পড়ুন - সোফায় বসে দিব্যি বাঘের আদর খাচ্ছেন এই ব্যক্তি, ভাইরাল রিল দেখꦺে অবাক ন𝔉েটপাড়া
ওজেম্পিক আদতে কী
ওজেম্পিক আদতে একটি ওজন কমানোর ওষুধ। এই ওষুধ একদিকে যেমন বেশ দামি, তেমনই অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত। ওষুধটি ইনজেকশন হিসেবে নিতে হয়। ওজ༒েম্পিক প্রথম মাসে দেহের মোট ওজনের ১.১ শতাংশ ওজন কমায়। পরের মাসে ২.২ শতাংশ ওজন কমায়। এভাবে মেদ ঝরার হার বাড়তে থাকে। তবে একই সঙ্গে শরীর ও মনের উপর ব্যাপক প্রভাব ফেলে ওজেম্পিক। যে কারণে অনেক চিকিৎসকই ওই ওষুধ ব্যবহার করতে নিষেধ করেন।