একশো উনি🌃শতম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদ মুখোপা♋ধ্যায়কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ‘নিষ্ঠাবান দেশপ্রেমিক’-এর আখ্যাও দিলেন।
সোমবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘তাঁর জয়ন্তীতে ডক্টর &nbs𒀰p;শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই। একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক, ভারতের উন্নয়নে তিনি অভাবনীয় অবদান রেখেছিলেন। ভারতের একতা বৃদ্ধি করতে তিনি সাহসী পদক্ষেপ করেছিলেন। তাঁর চিন্তাভাবনা ও আদর্শ সারাদেশের লাখ লাখ মানুষের মধ্যে শক্তি জোগায়।’
শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। এছাড়াও জাতীয় এবং রাজ্যস্তরে ছোটো-বড় অনেক নেতানেত্রীই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়🐟েছেন। পাশাপাশি, শ্যামাপ্রসাদের অবদান ব্যাখ্যা করতে সোমবার সকাল ১১ টা থেকে ভাꦿর্চুয়াল সভাও করবেন নাড্ডা। তা ফেসবুক, টুইটার, ইউটিউবে দেখানো হবে।
রাজনৈতিক মহলের মতে, এমনিতেই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে জাতীয় স্তরের কর্মসূচিতে পরিণত করেছে বিজেপি। তার মধ্যে আগামী বছর আবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। সেজন্য কোনও কসুর ছাড়ছে না গেরুয়া শিবির। ‘পশ্চিমবঙ্গের সৃষ্টি♑কর্তা, বাঙালির রক্ষাকর্তা’ হিসেবে জোরদার প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি।
এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনেও শ্যামাপ্রসাদকে টেনে এনেছিলেন বিজেপির রাজ্💞য সভꦿাপতি দিলীপ ঘোষ। বিধানচন্দ্র রায়কে ‘বিকাশ পুরুষ’ বলে দিলীপ দাবি করেন, বিধানসভায় পশ্চিমবঙ্গকে হিন্দু প্রধান রাজ্য হিসেবে গঠনের যে প্রস্তাব পাশ করেছিলেন শ্যামাপ্রসাদ, তাতে সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে বিজেপি কোন কোন বিষয়ে জোর দিচ্ছে, তা একেবারে স্পষ্ট বলে মত রাজনৈতিক মহলের।