জঙ্গি কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। একবারে ১৪টি ম্যাসেঞ্জার অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দဣ্রীয় সরকার। জানা গিয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে তথ্য আদান 🙈প্রদান করত জঙ্গিরা। এই আবহে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে এই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।
রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে ক্রিপভাইজার, এনিগমা, সেফউইস, উইকরমি, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, নন্দবক্স, কনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, ঝাঙ্গি এবং থ্রিমা। এই মোবাইল অ্যাপগুলির মাধ্যমে সরকারের নজরদারি এড়িয়ে পাকিস্তানে তথ্য পাঠাত জঙ্গিরা। আবার সেখান থে🍸কে এই অ্যাপগুলির মা𒆙ধ্যমে তথ্য ভারতে পাঠাত পাক জঙ্গিরা। এই আবহে নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলি এই অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। সেই সুপারিশ মেনেই কেন্দ্রের তরফে এই ১৪টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি ইদের আগেই কাশ্✤মীরের পুঞ্চে সেনা ট্রাকে হামলা চালিয়ে ৫ সেনা জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতে থাকা জঙ্গিদের যোগাযোগের চ্যানেলের ওপর নজরদারি চালাতে শুরু করেন গোয়েন্দারা। এদিকে জানা গিয়েছে, গতমাসে পুঞ্চে জঙ্গিরা 'রকেট-প্রপেলড গ্রেনেড' এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে সেনার ট্রাকে হামলা চালিয়েছিল। ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও এক জওয়ান। শহিদ জওয়ানদের নাম - হাবিলদার মনদীপ সিং, সিপাই হরক্রিষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং, ল্যান্সনায়েক দেবাশিস। পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছে, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমি♕টার দূরে অবস্থিত। এদিকে এই মাসেই শ্রীনগরে যে জি২০ গোষ্ঠীর বৈঠক আছে, তা বানচাল করার জন্য পাকিস্তান যে চেষ্টা চালাচ্ছে, তার সঙ্গে এই জঙ্গি হামলার যোগ রয়েছে। এই আবহে সেনা ট্রাকের সেই হামলা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ দাবি করে, হিংসা ছড়াতে ইচ্ছাকৃতভাবে ওই হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানিরা। আর তাই পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে বিচ্ছিনতাবাদী জঙ্গিদের যোগাযোগের ব্যবস্থা ভেঙে দিতে তৎপর কেন্দ্র।