২০টি রাজ্যের মোট ৭৬টি সংস্থায় ঝটিকা অভিযান ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার(DCGI)। এরপরেই জাল ওষুধ তꦐৈরির অভিযোগে ১৮টি ফার্মা সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন DCGI কর্তারা।
জাল ওষুধ তৈরির জন্য দেশজুড়ে ফার্মা সংস্থাগুলির উপর বড়সড় অভিযান চালিয়েছিল DCGI। আরও পড়ুন: ১৬ ভারতীয় ওষুধ নির্মাতাকে নিষিদ্ধ করল নেপাল! তালিকায় রামদেবের সংস্থাও: রিপোর্ট
রাজ্য এবং কেন্দ্রীয় ন♎িয়ন্ত্রকদের পরিদর্শনের পরে ১৮টি ফার্মা সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে। এই সংস্থাগুলির বিরুদ্ধে জাল ওষুধ তৈরি অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন DCGI-এর বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪🐻৫টি এ𒈔বং মধ্যপ্রদেশে ২৩টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এক্ষেত্রে উল্লেখ্য, উজবেকিস্তানে ভারতে তৈরি দু'টি কাশি এবং সর্দির সিরাপ সেবনের ফলে শিশুমৃত্যুর খবরের পরপরই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। তারꩲপরেই এই ধরণের ঝটিকা অভিযান চালানো হয় দেশজুড়ে।
প্রসঙ🅰্গত, খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নয়ডার এক সংস্থার তৈরি নিম্নমানের ওষুধের বিরুদ্ধে সতর্কতা♉ জারি করেছিল।
২০﷽২২ সালের অক্টোবরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যালস উত্পাদিত চারটি কাশির সিরাপের ๊নমুনায় বিষাক্ত দূষক হিসাবে ইথিলিন গ্লাইকল এবং ডাইথাইলিন গ্লাইকল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
এরপর সেই বছরের ডিসেম্বরে, ভারত সরকার সংসদে এই বিষয়ে 💞প্রতিক্রিয়া দেয়। কেন্দ্র পাল্টা জানায়, মেডেন ফার্মাসিউটিক্যালসের কাশির সিরাপের নমুনাগুলি প🌌রীক্ষা করা হয়েছে এবং সেগুলির মান ভাল।
উক্ত চারটি ওষুধ হল প্রোমেথাজিন ওরাল সলিউশন BP, KOFEXMALIN Baby Cough Syrup, MaK🎃OFF Baby Cough সিরাপ এবং MaGrip n Cold Syrup।
গত সপ্তাহে, উত্তরপ্রদেশ ড্রাগস কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটি ম্যারিওন বায়োটেক নামে এক সংস্থার উত্পাদন লাইসেন্স বাতিল করে দেয়। নয়ডা পুলিশ সেক্টর অফিস থেকে মেরিয়ন বায়োটেকের তিন কর্মীকে আটক করে। তাঁদের সকলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। সংস্খার দুই পরিচালকের জন্য একটি লুকআউট নোটিশ জারি করা হয়। আরও পড়ুন: PLI Scheme for Pharma: সস্তা হবে জীবনদায়ী ওষুধ ও মেডিক্যাল ডিভাইস, বড় পদক্ষেপ মোদী সরকারের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার ল෴িঙ্ক