সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন নিনা সিং। এই প্রথম কোনও মহিলা সিআইএসএফ-এর প্রধান পদে আসীন হলেন। রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নিনা। তিনি এতদিন সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে ছিলেন। এর আগে সিবিআই-এর গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন তিনি। শুধু তাই নয়, পড়ুশানো ও গবেষণার দিকেও ঝোঁক রয়েছে এই আইপিএস আধিকারিকের। রিপোর্ট অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে দু'টি গবেষণাপত্র প্রকাশ করেছেন নিনা সিং। (আরও পড়ুন: নিজের মেয়েকেই বা🌠রবার ধর্ষণ 𓆏পুলিশকর্মী বাবার! পর্ণশ্রী থানায় অভিযোগ কিশোরীর)
দিল্লি মেট্রো-সহ দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই আধা সামরিক বাহিনী। এই বাহিনীরই প্রধান হয়ে ইতিহাস তৈরি করলেন নিনা। এর আগে রাজস্থান পুলিশের প্রথম মহিলা প্রধান♐ হিস꧑েবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০২৪ সালের ৩১ জুলাই অবসরের আগে পর্যন্ত এই পদে থাকবেন নিনা। জানা গিয়েছে, নিনা সিংয়ের জন্ম বিহারে। তিনি পটনা উইমেন্স কলেজ থেকে লেখাপড়া করেন। পরে দিল্লিতে জেএনইউ-তে ভরতি হন। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন নিনা। শিনা বোরা 'হত্যাকাণ্ড' এবং জিয়া খানের 'আত্মহত্যা'-র মতো ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২০ সালে তিনি 'অতি উৎকৃষ্ট সেবা মেডেল' পেয়েছিলেন।
এই সবের মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বনꦚ্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে দু'টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন নিনা। ২০০৫ সালে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি-র একটি প্রোজেক্টে কাজ করেছিলেন তিনি। এদিকে নিনার স্বামী রোহিত কুমার সিংহ আইএএস অফিসার। বর্তমানে কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক মন্ত্রকের সচিব পদে কর্মরত তিনি।
এদিকে নিনা নিংকে সিআইএসএফ প্রধান করা ছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের নিয়োগ কমিটি। রিপোর্ট অনুযায়ী, আইবি আধিকারিক রাহুল রাসগোত্রকে আইটিবিপি প্রধান পদে বসানো হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাহুল বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর পদে আছেন। তিনি প্রায় ৩০ বছর ধরে আইবি-তে আছেন। এদিকে অনীশ দয়াল সিংকে সিআরপিএফ-এর ডিজি করা হয়েছে। এদিকে অনীশ আইটিবিপি প্রধান ছিলেন। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে সিআরপিএফ-এর🔥 অতিরিক্ত দায়িত্ব ছিল তাঁর ওপর। ১৯৮৮ ব্যাচের এই আইপিএস অফিসারকে এবার সিআরপিএফ-এর পূর্ণ দায়িত্ব দেওয়া হল।