উজবেকিস্তানে তুষারঝড়ে বেশ কয়েকজন ভারতীয়র মৃত্যু হয়েছিল সম্প্রতি। সেই মৃতদের মধ্যে আছেন বাংলার দুই বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের সইফুদ্দিন মাইতি (২৬) এবং রাজীব করণের (৩২) মৃত্যু হয় উজবেকিস্তানে। জানা যায়, ওয়ার্কশপে কাজ করার সময় তুষারঝড়ে টিনের শেড ভেঙে পড়ে। সেই টিনের শেডে চাপা পড়ে মৃত্যু হয় মোট ১২ জনের। দুর্ঘটনায় মৃত বাকি ১০ জনও ভারতীয় বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এন্টার ইঞ্জিনিয়ারিং নামে একটি ভারতীয় সংস্থার অধীনে ফিটারের কাজ করতেন সাইফুদ্দিন। সেই সংস্থাতেই কাজ করতেন রাজীবও। (আরও পড়ুন: রিপোর্ট তলব করা হয় আগেই , ডিজিপি সন্দেশখালি ছাড়তেই সেই পথে জাতীয় আ🎶দিবাসী কমিশ🎶ন)
আরও পড়ুন: আমেরিকায় ভারতীয়কে গাড়িচাপা দিয়ে মেরেছিল পুলিশ🌼, তবে কোনও শাস্তি নয় অফিসারকে!
রিপোর্ট অনুযায়ী, সইফুদ্দিনের বাড়ি হলদিয়ার ভবানীপুর থানা এলাকার অধীনে চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগরে। বাগনানের এক এজেন্ট মারফত কয়েক মাস আগে উজবেকিস্তানে কাজ করতে গিয়েছিলেন তিনি। মৃত সাইফুদ্দিনের বাড়িতে তাঁর স্ত্রী এবং শিশু সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তিনি। এদিকে রিপোর্ট অনুযায়ী, রাজীব করণের বাড়ি কাঁথির রামনগরে। সাইফুদ্দিন এবং রাজীবের সঙ্গে একই সংস্থায় কাজ করতেন হলদিয়ার শিবরামনগরের পরিমল পট্টনায়ক। দুর্ঘটনার দিন সাইট থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। পরে মঙ্গলবার তিনিই তাঁদের মৃত্যুর খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান তাঁদের পরিবারের লোকজনকে। (আরও পড়ুন: '১০🔴 বছর মিথ্যা বলে এখন খুন করছে BJP', আন্দোলনকারী ক꧙ৃষকের মৃত্যুতে তোপ মমতার)
এদিকে সাইফুদ্দিনের মৃতদেহ দেশে ফেরানোর বিষ🐽য়ে প্রশাসন সব ভাবে সাহায্য করবে বলে জানান স্থানীয় ভবানীপুর থানার ওসি ইমরান মোল্লা। সাইফুদ্দিনের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত দিনে ভারতের একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর জেরে বারবারই বাংলার কর্মসংস্থানের অভাবের বিষয়টি সামনে চলে আসে। এই আবহে উজবেকিস্তানে বাংলার দুই যুবকের অকাল মৃ♈ত্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছে ভারতীয় মজদুর সংঘ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা মেরে তাদের বক্তব্য, রাজ্যে এত ভাতা দেওয়া হচ্ছে। তবে যুবকরা কাজ না পেয়ে ভিনদেশে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যে কাজ থাকলে বাংলার যুবকরা বাইরে যাবেন কেন?