নয়া বছরের আগেই কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে? যত সময় যাচ্ছ𝐆ে, একটি মহলে তত সেই জল্পনা বাড়ছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই হাউস রেট অ্যালো💮ওয়েন্স (এইচআরএ) বাড়ানো হতে পারে।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, ১১.৫৬ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর হাউস রেট অ্যালোয়েন্স (এইচআরএ) বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেই প্রস্তাব অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে অনুমোদন মিললেই জানুয়ারি থেকে এইচআরএ বেড়ে যাবে। সঙ্গে বেড়ে যাবে বেতনও। ইন𝄹্ডিয়ান রেলওয়ে টেকনিকাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) এবং ন্যাশনাল ফাউন্ডেশন রেলওয়েমেনের (এনএফআইআর) তরফে জানুয়ারি থেকে বর্ধিত এইচআরএ কার্যকর করার দাবি তোলা হচ্ছে। তবে
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়িয়েছে। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তার মাসকয়েক আগে তিন কিস্তির ডিএ স্থগিত রাখার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্🌟ঘ ভাতা (ডিএ) বাড়ানো হয়েছিল। সেই সময় ডিএ বা ডিআর বেড়ে হয়েছিল ২৮ শ𒅌তাংশ। যা আগে ১৭ শতাংশ ছিল। বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন শতাংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বকেয়া ছিল। সবমিলিয়ে ১১ শতাংশ ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছিল।