সরকারি🐽 কর্মচারীদের আবারও সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই হাউস রেট অ্যালোয়েন্স (এইচআরএ) বাড়ানো হতে পারে। সেই বিষয়টি নিয়ে🐠 ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
এমনিতে দীপাবলির ঠিক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) বাড়ানো হয়েছে। তার ফলে আপাতত ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকไারি কর্মচারীরা। সেই পরিস্থিতিতে মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, ১১.৫৬ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর হাউস রেট অ্যালোয়েন্স (এইচআরএ) বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুর♌ু করেছে অর্থ মন্ত্রক। সেই প্রস্তাব অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে অনুমোদন মিললেই জানুয়ারি থেকে এইচআরএ বেড়ে যাবে। সঙ্গে বেড়ে যাবে বেতনও। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিকাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) এবং ন্যাশনাল ফাউন্ডেশন রেলওয়েমেনের (এনএফআইআর) তরফে জানুয়ারি থেকে বর্ধিত এইচআরএ কার্যকর করার দাবি তোলা হচ্ছে।
কী হিসাবে এইচআরএ দেওয়া হয়?
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন ধরনের ক্যাটেগরির ভিত্তিতে হাউস রেট অ্যালোয়েন্স (এইচআরএ) প্রদান করা হয়। ‘এক্স’ ক্যাটেগরির আওতায় ২৭ শতাংশ এইচআরএ দেওয়া যায়। যেꦡ ক্যাটেগরিতে ৫০ লাখ🅘ের বেশি জনসংখ্যা-বিশিষ্ট শহর পড়ে। ‘ওয়াই’ ক্যাটেগরি অনুযায়ী ১৮ শতাংশ হাউস রেট অ্যালোয়েন্স দেওয়া হয়। 'জেড' ক্যাটেগরির আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ন'শতাংশ এইচআরএ পেয়ে থাকেন।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়িয়েছে। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তার মাসকয়েক আগে তিন কিস্তির ডিএ স্থগিত রাখার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হয়েছিল। সেই সময় ডিএ বা ডিআর বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। যা আগে ১🎉৭ শতাংশ ছিল। বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন শতাংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বকেয়া ছিল। সবমিলিয়ে ১১ শতাংশ ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছিল।