মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অপেক্ষায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এবার সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়াতে পারে কেন্দ্র। সেটা হলে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ দাঁড়াবে ৪২ শতাংশ। যা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। সেক্ষেত্রে বেতন🉐 বাড়বে কেন্দ্রী꧃য় সরকারি কর্মচারীদের।
কীভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হিসাব করা হয়?
১) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব: {গত ১২🔯 মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =♈১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} * ১০০।
২) রা💫ষ্টায়ত্ত কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব: {গত তিন মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =১০০) -১২৬.৩৩)/১২৬.৩৩} * ১০০।
তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কত টাকা বাড়বে ডিএ?
১) যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে আপাতত ৬,৮৪০ টাকা ডিএ পান। আপাতত ৩৮ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএয়ের পরিমা𒁃ণ বেড়ে ৪২ শতাংশ হয়, তাহলে প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ৭,৫৬০ টাকা পাবেন।
অর্থাৎ সপ্তম বেতন কমিশনের আওতায় (7th Pay Commission) ডিএ বাবদ প্রতি মাসে ৭২০ টাকা বেশি টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (লেভেল ১, গ্রেড পে ১,৮০০)। সহজ অঙ্কের হিসাবে ডিএ বেড়ে ৪২ শতাংশ হলে প্রতি বছরে ওই কেন্দ্রী﷽য় সরকারি কর্মচারীরা বছরে ৮,৬৪০ টাকা বেশি বেতন পাবেন।
২) প্রতি মাসে যে সরকারি কর্মচারীদের (লেভেল ৯, গ্রেড পে ৫,৪০০) বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা, তাঁরা আপাতত প্রতি মাসে ডিএ বাবদ ২০,১৭৮ টাকা পান। ডিএ বেড়ে যদি ৪২ শতাংশ হ♏য়🍬, তাহলে তাঁরা ২২,৩০২ টাকা পাবেন। অর্থাৎ মাসে ২,২১৪ টাকা বেশি পাবেন ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যে অঙ্কটা এক বছরে দাঁড়াবে ২৫,৪৮৮ টাকা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )