আধ♉ার কার্ডের ছবি কারও মন মতো হয়নি। হন্তদন্ত হয়ে যাওয়া। তারপর হঠাৎ কဣরে ওয়েবক্যাম দিয়ে ছবি তুলে নেওয়া হল। উসকোখুসকো চুল, ক্লান্ত মুখে ছবির দফারফা।
কার্ড হাতে পেয়েই বেশিরভাগ মানুষ চমকে উঠেছিলেন! এত খারাপ ছবি যে জনসমক্ষে দেখাতে লজ্জা পান অনেকেই। এই অভিজ্ঞতা শুধু আ﷽পনার নয়। মোটামুটি সবার꧟ই নিজের আধার কার্ডের ছবি একদমই পছন্দ নয়।
🍸তবে এত চিন্তার কিছু নেই। খুব সহজেই বদলানো সম্ভব আপনার আধার কার্ডের ছবি। কি? বিশ্বাস হচ্ছে না?
হ্যাঁ, খুব সহজেই সম্ভব। তবে এবারেও আধার কেন্দ্রেই তোলা ༺হবে। কিন্তু একটু সময় নিয়ে, তৈরি হয়ে যেতে পারবেন আরকি। জেনে নিন কীভাবে-
কীভাবে আধার কার্ডের ছবি পালটাবেন? (How To Change Aadhaar Card Photo) :
1) UIDAI-এর অফিসিয়াল ওয়েবস♌াইটে যান। সেখানে আধার Correction/ Update -এর বিশেষ ফর্ম পাবেন। Get Aadhar section-এর মধ্যে এই অপশনটি থাকবে। আধার এনরোলমেন্ট সেন্টার থেকেও এই ফর্🉐ম জোগাড় করতে পারেন।
2) ফর্মটি ফিল-আপ করুন। এরপর আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্ট♛ারে যান। ফর্মটি জমা দিন। সেখানে আপনার বায়োমেট্রিক তথ্যাবলীও নেওয়া হবে।
3) এরপর এনরোলমেন্ট সেন্টারেই আপᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনার ছবি নেওয়া হবে। (বলাই বাহুল্য, এবার ༒একটু প্রস্তুত থাকতে হবে। ভালো ছবি না উঠলে এত খাটনির দফারফা!)
4) ফটো আপডেটের খরচ হিসাবে ৫০ টাকা দিতে হবে।
5) পেমেন্টের পর একটি স্লিপ দেওয়া হবে সেন্টার থেকে। সেখানে আপনার আপডেট রিকোয়েস্ট নম্বর(URN) থাকবে। UIDAI-এর ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড আপডেট হল কিনওা দেখতে এই নম্বর ব্যবহার করতে হবে।
6) আপনার ফটো আপডেট হয়ে🌌 গেলেই কাজ শেষ। এবার ডাউনলোড♍ করে নিলেই হবে।