ফের মাঝআকাশে বিপত্তি। ফ্লাইট নম্বর G8 2316। দেহরাদুন থেকে মুম্বই যাচ্ছিল Go First airwaysএর বিমান। যাত্রীদের একাংশের অভিযোগ, মাঝ আকাশেই বিমানের শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আচ♉মকাই বিকল হয়ে যায়। এসি বিকল হয়ে যাওয়ায় একাধিক যাত্রীর দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়ে। এনিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক যাত্রী।
রোশনি ওয়ালিয়া নামে ওই 🃏যাত্রী লিখেছেন, গো ফার্স্ট এয়ারওয়েজে একেবারে জঘন্য অভিজ্ঞতা হল। এসি কাজ করছিল না। একেবারে যাত্রীভরা ফ্লাইটে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। বাইরে বের হওয়ার উপায় নেই। ঘামে ভিজে যান একাধিক যাত্রী। তিনজন অজ্ঞান হয়ে যান। একজন কেমো রোগী শ্বাস নিতে পারছিলেন না।
সেই ভিডিয়োতে দেখা ♒যাচ্ছে এক যাত্রী কাগজ দিয়ে হাওয়া খাচ্ছেন। সহযাত্রীদের সহায়তা করছেন কেউ কেউ। অসুস্থ মহিলাকে সহায়তার চেষ্টা করছেন অন্যরা। এদিকে এক ক্যানসার রোগীর স্বামী জানিয়ে🙈ছেন, এয়ার কন্ডিশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়ে। তারপরেও বিমানটিকে জরুরী অবতরণ করা হয়নি বলে যাত্রীর দাবি।
এদিকে গো ফাস্ট এয়ারওয়েজ ইতিমধ্যেꦬই এই ভিডিয়োর উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা আপনাদের সঙ্গেই আছি। দয়া করে আপনার পিএনআর নম্বর ও ফোন নম্বর দিন। আমাদের টিম যা🌊তে গোটা বিষয়টি খতিয়ে দেখতে পারে।