ব্রাজিলও চিনের কোটি টাকার প্রজেক্ট ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা বিআরআই-তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিল। ব্রিকস ভূক্ত দেশগুলির মধ্যে এর আগে ভারত, এই বিআরআই প্রজেক্ট-এ যোগ না দেওয়ার সিদ্ধন্ত নেয়। এরপর সেই পথেই হাঁটল ব্রাজিল। চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রজেক্টে যোগ ন💝া দিয়ে চিনের বিনিয়োগকারীদের সঙ্গে অন্যপ𝔉থে সমঝোতার রাস্তায় হাঁটতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।
প্রেসিডেন্ট লুলা ডি সিলভার দেশ ব্রা✨জিল ব্রিকসভূক্ত। আর ব্রিকসভূক্ত আরও এক দেশ হিসাবে চিনের এই উদ্যোগ থেকে ব্রাজিলের মুখ ফিরিয়ে নেওয়া বেশ প্রাসঙ্গিক। ব্রাজিলের সংবাদপত্র ও গ্লোবো বলছে, ব্রাজিল চাইছে 'চিনের সঙ্গে সম্পর্ক নতুন স্তরে নিয়ে যেতে, যেখানে যোগদানের কোনও চুক্তি থাকবে না।' আন্তর্জাতিক বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের উপদেষ্টা সেলসো অ্যামোরিম বলেন,' আমরা কোনও চুক্তির মধ্য়ে ঢুকতে চাইছি না।' তাঁর সাফ কথা, ব্রাজিল চাইছে না চিনের পরিকাঠামো ও বাণিজ্য প্রজেক্টকে 'বীমা' হিসাবে। রিপোর্ট দাবি করছে, ব্রাজিল চাইছে, চিনের বিআরআই প্রজেক্টের সঙ্গে যে ফান্ড রয়েছে তার সঙ্গে ব্রাজিলের পরিকাঠামো প্রজেক্টের কোনও এক জায়গায় সমন্বয়। আর এটা তারা করতে চাইছে ওই বিআরআইতে যোগদান না করে। এই কথা সেলসো অ্যামোরিম, বলেছেন ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ। সেলসো অ্যামোরিম বলছেন, চিনারা এটাকে ‘ বলছেন বেল্ট (রাস্তা), তারা যা ইচ্ছা নাম দিতে পারেন, কিন্তু যেটা আসল বিষয় সেটা হল, যে প্রজেক্টকে ব্রাজিল নিজের প্রাথমিক দিক হিসাবে রেখেছে, সেটিকে ওরা (বেজিং) ছাড়পত্র দিতেও পারে, নাও দিতে পারে। ’
( Bhoot Chaturdashi 2024 Tithi: ভূত চতুর্দশী ২০২৪র তিথি কখন থেকে পড়ছে? রইল চোদ্দশাকের নﷺামের ꦅলিস্ট)
গত নভেম্বর মাসের ২০ তারিখ ব্রাজিল গিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সেই সফরে এই প্রজেক্ট ছিল লাইমলাইটে। চিনের পরিকল্পনা ছিল, ব্রাজিল যাতে তাদের বিআরআই উদ্যোগে যোগ দেয়। তবে তা কার্যত ভেস্তে গিয়েছে বলে মনে করা হচ্ছে, সেলসো অ্যামোরিমের বক্🌞তব্য থেকে। ব্রাজিলের 🐼অর্থ ও বিদেশ বিষয়ক মন্ত্রকের অফিসাররাও এই পদক্ষেপের বিরোধী সুর শুনিয়েছেন। এর নেপথ্যেও এক কূটনৈতিক কারণ রয়েছে। রিপোর্ট দাবি করছে, ব্রাজিলের একটা বড় অংশের মতামত হল, চিনের এই উদ্যোগে হাত মেলালে, তা পরে আমেরিকার প্রশাসনের বিরাগভাজনের কারণ হতে পারে ব্রাজিলের জন্য। বিশেষত, আমেরিকায় সদ্য ভোটের পর যদি ফের ট্রাম্প গদিতে আসেন, তাহলে ব্রাজিলের সঙ্গে চিনের ঘনিষ্ঠতা, ব্রাজিল-আমেরিকার সম্পর্কে পড়তে পারে।