সেনার গুলিতে ১৪ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর আফস্পা বাতিলের দাবি উঠেছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই৷ এই আবহে নাগাল্যান্ড মন্ত্রিসভায় আফস্পা বাতিল নিয়ে প্রস্তাব পাস হয়েছে আজ৷ আফস্পা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহার করতে কেন্দ্রের কাছে আবেদন জানাবে নাগাল্যান্ড সরকার৷ ওই রাজ্যের বিধানসভায় খুব শীঘ্রই এই সংক্রান্ত প্রস্তাবও পাস করানো হবে৷ এর পাশাপাশি গুলি কাণ্ডের জেরে বাতিল হতে পারে স🏅ে রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব হর্নবিল৷
এর আগে সোমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেছিলেন যে তাঁর সরকার নাগাল্যান্ড থেকে এই আইনটি প্রত্যাহা📖র করতে কেন্দ্রকে বলেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং টিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোটের প্রধান প্রদ্যুত দেববর্মাও এই দাবিকে সমর্থন করেন। এদিকে নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনায় কেন্দ্র এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
উল্লেখ্য, গত শনিবার অর্থাৎ ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় সুরক্ষাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ৬ জনের৷ তার জেরে অশান্তি এবং গ্রামবাসীর সেনার উপর আক্রমণের ঘটনায় মৃত্যু হয় আরও ৮ জন গ্রামবাসীর৷ সেই ঘটনায় রিপোর্ট তলব করে নোটিস ইস্যু করেছে মানবাধিকার কমিশন৷ পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র স𝔍চিব, নাগাল্যান্ডের মুখ্য সচিব এবং সেরাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে৷